স্পোর্টস ডেস্ক : পাহাড়ের কোলে ছোট্ট এক শহর নোভা ভেনিসিয়া। মাঝখান দিয়ে বয়ে গেছে নদী। এখানেই জন্ম ব্রাজিলের বিশ্বকাপ তারকা রিচার্লিসনের। বাবা ছিলেন দিনমজুর।
দৈনিক মজুরিতে রাজমিস্ত্রির কাজ করতেন। মা রাস্তায় রাস্তায় ঘুরে আইসক্রিম বিক্রি করতেন। এমনই এক দরিদ্র পরিবার থেকে উঠে এসে ব্রাজিলীয় ফুটবলের বড় তারকা হয়ে উঠেছেন রিচার্লিসন। গতকাল বিশ্বকাপের মঞ্চে তার জোড়া গোলেই জয় দিয়ে শুরু হয়েছে ব্রাজিলের হেক্সা মিশন।
সার্বিয়ার বিপক্ষে ম্যাচটিতে রিচার্লিসনের দ্বিতীয় গোলটি নিয়ে এখন বিশ্ব ফুটবলে জোরদার আলোচনা আর প্রশংসার ঝড়। বাইসাইকেল কিকে সেই গোলটি নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের সেরা হবে। কিন্তু ঘরের ছেলের এমন পারফরম্যান্স দেখা থেকে বঞ্চিত হয়েছেন রিচার্লিসনের শহরের লোক। ব্রাজিল তারকা নিজেই বলেছেন, তার এলাকার লোকজন নাকি গোলটি টিভিতে সরাসরি দেখতে পাননি। কারণ, সেখানে দুই সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই!
উল্লেখ্য, প্রথমবার বিশ্বমঞ্চে খেলতে নেমেই জোড়া গোল করে দলকে জেতালেন এই ফরোয়ার্ড। গোলশূন্য প্রথমার্ধের পর ৬২তম মিনিটে দলকে এগিয়ে নেন তিনি। এরপর ম্যাচের ৭৩তম মিনিটে দুর্দান্ত বাইসাইকেল কিকে করেন সেই স্বপ্নের গোল। বাঁ দিক থেকে সাইড ফুট ক্রস বাড়ান ভিনিসিউস, আর বাঁ পায়ের টোকায় বল ওপরে তুলে শরীরটাকে শূন্যে ভাসিয়ে দুর্দান্ত ওভারহেড কিকে ঠিকানা খুঁজে নেন টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।