রিয়াল মাদ্রিদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অনিশ্চিত এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আগামীকাল বুধবার স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেই ম্যাচের আগে সোমবার কোচ পচেত্তিনোর অধীনে অনুশীলনে নেমেছেন লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পেরা। সেই অনুশীলনই বিপদের কারণ হয়ে দাঁড়াল পিএসজির জন্য।

অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন ফরাসি তারকা এমবাপ্পে। সতীর্থ ইদ্রিসা ঘানা গুইয়ের ট্যাকলে ইনজুরির শিকার হয়েছেন তিনি। তবে এমবাপ্পের ‍ইনজুরির মাত্রাটা কতটা মারাত্মক সেটা এখনও জানা যায়নি। ফলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাকে একাদশে পাওয়া নিয়ে অনিশ্চিয়তায় পড়েছে পিএসজি।

উল্লেখ্য, রিয়ালের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছিল পিএসজি। সেই ম্যাচে পিএসজির জয়ের নায়ক ছিলেন এই এমবাপ্পেই। শেষ মুহুর্তে গোল করে দলকে এনে দিয়েছিলেন জয়। দ্বিতীয় লেগে তাই ড্র করলেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে পিএসজি।