রানের রেকর্ড গড়ে ‘ম্যান অব দা টুর্নামেন্ট’ শান্ত
স্পোর্টস ডেস্ক : সতীর্থদের সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাঁড়িয়ে ছিলেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ হারার কারণেই হয়তো তার চোখেমুখে ছিল আঁধার। তবে তার নাম ঘোষিত হতেই উজ্জ্বল হয়ে উঠল সেই চেহারা। এক চিলতে হাসিও খেলে গেল তার ঠোঁটের কোণে। হাসিমুখেই মঞ্চে উঠে গ্রহণ করলেন পুরস্কার। দেশের ক্রিকেটে তুমুল আলোচিত-সমালোচিত এই ব্যাটসম্যানই এবারের বিপিএলের সেরা ক্রিকেটার।
অলরাউন্ড পারফরম্যান্সে সাকিব আল হাসান ও নাসির হোসেনরাও ছিলেন টুর্নামেন্ট সেরা হওয়ার প্রবল দাবিদার। তবে আসরজুড়ে দারুণ ধারাবাহিকতা দেখিয়ে সিলেট স্ট্রাইকার্সের ফাইনালে খেলায় অবদান রেখে এবং ফাইনালেও ফিফটি করে শেষ পর্যন্ত সবাইকে ছাপিয়ে গেলেন শান্তই। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ট্রফি ও ১০ লাখ টাকা।
টুর্নামেন্টে ১৫ ইনিংস খেলে ৩৯.৬৯ গড় ও ১১৬.৭৪ স্ট্রাইক রেটে ৫১৬ রান শান্তর। সর্বোচ্চ রানের তালিকায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রনি তালুকদার পড়ে আছেন ৯১ রান পেছনে।
শুধু এবারের বিপিএলেই নয়, আরেকটি কীর্তিতে তিনি ছাড়িয়ে গেছেন বাংলাদেশের সবাইকে। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে গড়েছেন এক আসরে ৫০০ রান ছোঁয়ার রেকর্ড। দেশি-বিদেশি মিলিয়ে এক আসরে তার চেয়ে বেশি রান করেছেন কেবল ২০১৯ সালে রংপুর রাইডার্সের হয়ে রাইলি রুশো (৫৫৮)।
সেরার স্বীকৃতি পেয়ে তার কণ্ঠে তাই ফুটে উঠল মিশ্র অনুভূতি।
“আমাদের দল খুব ভালো খেলেছে। আজকে দিনটি অবশ্য আমাদের ছিল না। তবে পুরো টুর্নামেন্টে আমরা দারুণ খেলেছি। আমি চেষ্টা করেছি প্রতি ম্যাচে রান করতে ও দলে অবদান রাখতে। সৌভাগ্যবশত এই টুর্নামেন্টে ভালো করতে পেরেছি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।