স্পোর্টস ডেস্ক : নর্থ সিডনি ওভালে আজ সকালে শুরু হয় তৃতীয় আন্তর্জাতিক টি২০ ম্যাচ। শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক শট খেলতে থাকেন অস্ট্রলিয়ার উইকেটরক্ষক ওপেনার অ্যালিসা হিলি। ব্যাক্তিগত ৪৬ বল খেলেই তুলে নেন নিজের সেঞ্চুরি। যা এখন পর্যন্ত নারী ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ছিলো এটি।
সেঞ্চুরি পুর্ণ করার পরও নিজেকে চুপ করে রাখেননি এই নারী ক্রিকেটার। শেষ পর্যন্ত অপারজিত থেকে ৬১ বল খেলে রেকর্ড পরিমাণ ১৪৮ রান করে মাঠ ছাড়েন হিলি। নারী আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এটিই এক ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ রান।
এর আগে নারী টি২০ ম্যাচে এক ইনিংসে অধিক রান করেছিলেন হিলির সতীর্থ মেগ ল্যানিং। চলতি বছরের জুলাই মাসে ল্যানিং ইংল্যান্ডের বিপক্ষে রান করেছিলেন ১৩৩। এখন সেটি টপকিয়ে টি২০তে এক ইনিংসে সবচেয়ে অধিক রান করার রেকর্ড নিজের করে নিলেন অ্যালিসা হিলি।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.