জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির প্রধান সোপান রেমিটেন্স। দেশের বাইরে গতর খেটে লাল-সবুজের পতাকা সমৃদ্ধি বৃদ্ধির জোগান দিয়ে আসছেন প্রবাসী শ্রমিকরা। দারিদ্র্যকে জয় করার স্বপ্ন নিয়ে এমনই এক যোদ্ধা ইসমাইল আলী প্রায় ৩০ বছর আগে পাড়ি জমান মালয়েশিয়ায়।
img src=”https://inews.zoombangla.com/wp-content/uploads/2024/02/fefe42f3ed70cdb847542653ca64263f4b14d0feb2d396e8.jpg” alt=”” width=”1920″ height=”1080″ class=”aligncenter size-full wp-image-2220579″ />
বুধবার (৩১ জানুয়ারি) মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন পঙ্গু ইসমাইল আলী। দেশে ফিরে ঠাঁই হয়েছে ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনায়।
ইসমাইল আলী জানান, পরিবারে অভাব-অনটনের কারণে ৩০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। এক বছর আগে প্যারালাইসিসের কারণে সে দেশের হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আজ (বুধবার) দেশে ফিরেছেন।
তিনি আরও জানান, দেশে তার কোনো পরিবার-পরিজন নেই। এখন তার দেশে থাকার কোনো আশ্রয় না থাকায় বৃদ্ধাশ্রমেই থাকতে চান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।