আত্মঘাতী গোল, পেনাল্টিতে গোল এবং সুযোগ হাতছাড়া, লাল কার্ড- সবমিলিয়ে নাটকীয়তায় পরিপূর্ণ এক ম্যাচ। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর লক্ষ্যভেদে আল শাবাবের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর।
আল-শাবাব ক্লাব স্টেডিয়ামে শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬৯ মিনিটে আইমেরিক লাপোর্তর নিশানাভেদে লিড পায় আল নাসর। তবে ৯০ মিনিটে আলী আল-হাসান নিজেদের জালে বল জড়িয়ে দিলে সমতায় ফেরে আল শাবাব।
ডি বক্সের ভেতর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করেন আবদেররাজাক হামদাল্লাহ। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। যোগ করা সময়ের সপ্তম মিনিটে গোল করতে ভুল করেননি রোনালদো। আল নাসরের হয়ে ৫৪ ম্যাচে পর্তুগিজ মহাতারকার এটি ৫৫তম গোল। তার নামের পাশে রয়েছে ১৫টি অ্যাসিস্ট।
কিন্তু নাটক তখনো ছিল বাকি। মোহাম্মদ সিমাকান ডি বক্সে ফাউল করায় দেখেন লাল কার্ড। দশজনের দলে পরিণত হয় আল নাসর। পেনাল্টি কিক পায় পায় আল শাবাব। আবদেররাজাক হামদাল্লা পেনাল্টি মিস করায় জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
এ জয়ের ফলে ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্র নিয়ে টেবিলের দুইয়ে থাকা আল নাসরের পয়েন্ট ১৭। সমান ম্যাচে ৪ জয় ও ৩ হার নিয়ে তালিকার ৪ নম্বরে আছে আল শাবাব, দলটির পয়েন্ট ১২। সব ম্যাচ জিতে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ২১।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।