Advertisement
জুমবাংলা ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় পাহাড়ি ঢলের পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা শিবির থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো- শিবিরের ১৬ নম্বর ব্লকের আবদুস সালামের ছেলে আনোয়ার সাদেক (৭) ও আনোয়ার ফয়সাল (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে হাকিমপাড়া মাঠে খেলতে যায় দুই শিশু। এরপর সারা দিন ঘরে না ফেরায় পরিবার ও আশপাশের লোকজন খুঁজতে বের হয়। পরে রাত ১০ টার দিকে ওই এলাকার পাহাড়ি ঢলে ভাসমান অবস্থায় দুই শিশুর লাশ পাওয়া যায়।
হাকিমপাড়া রোহিঙ্গা শিবির পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনবিক চাকমা বলেন, ‘পাহাড়ি ঢলে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপরে আইনি প্রক্রিয়া চলছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।