স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা মাঠে গড়াবে ২৬ জুন থেকে, চলবে ২৯ মে পর্যন্ত। আসর শুরুর দুই সপ্তাহ আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুবার শিরোপাজয়ী অধিনায়ক গৌতম গম্ভীর জানালেন, রোহিত শর্মা ছিলেন একমাত্র অধিনায়ক যার জন্য তার ঘুম উড়ে যেত।
গম্ভীর বললেন, ‘রোহিত শর্মা একমাত্র ব্যক্তি যার জন্য আমি ঘুমহীন রাত কাটিয়েছি।’ আইপিএলের ইতিহাসে সফলতম অধিনায়কদের মধ্যে নাম আসে চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি, কলকাতা নাইট রাইডার্সের গৌতম গম্ভীর ও মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার।
তবে এদের সবার চেয়ে সফল রোহিত। গৌতম গম্ভীর তার আগ্রাসী রণনীতি দিয়ে দুবার আইপিএল জিতেছেন, মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসকে নিয়ে চারবার আইপিএল জিতেছেন। কিন্তু পাঁচটি আইপিএল ট্রফি নিয়ে তাদের থেকেও এগিয়ে আছেন রোহিত শর্মা। আইপিএল ইতিহাসের সফলতম অধিনায়ক তিনিই।
২০০৯ সালে ডেকান চার্জার্সকে নিয়ে তার আইপিএল জয়ের যাত্রা শুরু। এরপর এই দলটি উঠে যায় আইপিএল থেকে, তখন প্রায় ৮ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন তিনি। ২০১৩ সালে রিকি পন্টিং মৌসুমের মাঝখানে অধিনায়কত্ব ছেড়ে দিলে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিতে শুরু করেন। এরপর মুম্বাই লীগ টেবিল শেষ করেন দ্বিতীয় স্থানে থেকে। ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ট্রফি জেতে রোহিতের মুম্বাই।
সেই বছরই মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি ট্রফিও জেতে। এরপর ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে মুম্বাইকে ট্রফি জেতান অধিনায়ক রোহিত শর্মা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।