জুমবাংলা ডেস্ক: দীর্ঘদিন বন্ধ থাকার পর লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট চলাচল আজ শুরু হচ্ছে। লন্ডন থেকে আসা বিমানের একটি ফ্লাইট আজ সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, বিমানের ফ্লাইটে মোট ১২৪ জন যাত্রী এসেছেন। এরমধ্যে ৬৯ জন সিলেটের ও ৬৫ জন ঢাকার যাত্রী।
আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট সিলেট অঞ্চলের চেয়ারম্যান আবদুল জব্বার জলিল জানান, করোনার অজুহাত ও সব ষড়যন্ত্র ছিন্ন করে অবশেষে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। অন্যত্র বিমান চলাচল অনেক আগে শুরু হলেও নানা অজুহাতে সিলেটের ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল।
তিনি জানান, লন্ডন থেকে আসা যাত্রীদের জন্য আইসোলেশন সেন্টার প্রস্তুত করা হয়েছে। সিলেট নগরীর ধোপাদীঘিরপাড়ের হোটেল ফরচুন গার্ডেনে স্থাপিত আইসোলেশন সেন্টার রোববার পরিদর্শন করেছেন সিলেট জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম, সেনাবাহিনীর প্রতিনিধি লে. কর্নেল কামাল পাশা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।