তমাল,স্পোর্টস ডেস্ক : যুক্তরাজ্যে বসরত প্রবাসী খেলোয়াড়দের শারীরিক ও মানসিক বিকাশ এবং অটুট বন্ধ আরো দৃঢ় করার লক্ষ্যে, লন্ডনে যাত্রা শুরু করল ‘কুমিল্লা স্পোর্টিং ক্লাব ।
সমবার (১১জুলাই) লন্ডনের ক্যানারী ওয়ার্ফের অভিজাত হোটেলে ক্লাবটির যাত্রা উপলক্ষ্যে জার্সি উন্মোচন করা হয় ।
লন্ডনে কুমিল্লা স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ।
লন্ডনে বসবাসরত কুমিল্লাবাসীকে কুমিল্লা স্পোর্টিং ক্লাবকে সহযোগীতা করার আহবান জানিয়ে আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন , ‘ব্রিটেনে এই ক্লাবটি তাদের কার্যক্রমের মাধ্যমে কুমিল্লাকে নতুন ভাবে ক্রীড়াঙ্গনে তুলে ধরতে পারবে । এ সময় তিনি উপস্থিত জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান সহ ক্লাবটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
ক্লাব কতৃপক্ষ জানান, সব ধরনের খেলাধুলার সুযোগ নিয়ে কুমিল্লা স্পোর্টিং ক্লাবে যুক্তরাজ্যস্থ কুমিল্লাবাসীরা সদস্য হতে পারবে। প্রবাসে বেড়ে ওঠা তরুন প্রজন্মের মধ্যে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতারসহ বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণের ব্যবস্থা করবে “কুমিল্লা স্পোর্টিং ক্লাব”। এছাড়া কুমিল্লা জেলার মেধাবী খেলােয়াড়দেরকে ব্রিটেনে খেলাধুলার সুযোগ সৃষ্টিতে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন।’
প্রতিবারের ন্যায় এই বছরও লন্ডনে অনুষ্টিতব্য ডিস্ট্রিক্ট ক্লাব টুর্নামেন্ট সহ বিলেতের বিভিন্ন টুর্নামেন্টে ক্লাবটি অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন ক্লাবের কর্মকর্তা বৃন্দ।
এছাড়া ক্লাবটির পক্ষ থেকে জানান, ‘ব্রিটেনে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা গুলোকে নিয়ে টুর্নামেন্টে চালু করার পরিকল্পনা রয়েছে । সেই সাথে , বছর জুড়ে প্রবাসীদের জন্য পুনর্মিলন, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও উদ্যোগ নেওয়া হবে।’
ক্লাবের জার্সি এবং লোগো উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ক্লাবের উদ্যোক্তা ও পরিচালনা পর্ষদের সদস্য, শাহজাহান কবির , খালেদুল ইসলাম খালেদ, সাফি , রাজীব হাসান, শৈশব আহমেদ, মিলন শাহাদাত সহ অন্যান্যরা।
কুমিল্লা নামে বিভাগ আমার ব্যক্তিগত চাওয়া নয়, কোটি মানুষের দাবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।