আন্তর্জাতিক ডেস্ক : লাদাখে কমান্ডো বাহিনী এসএফএফ মোতায়েন করেছে ভারত। দ্য প্রিন্ট ও হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
ভারতের সেনা সদরের একটি সূত্র জানিয়েছে, প্যাঙগন লেকের অমিংমাসিত এলাকাগুলো দখলে নেবার জন্যই এই বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনা সদরের শঙ্কা চীনের সঙ্গে আর যুদ্ধ এড়ানো সম্ভব হবে না। তাই পরিস্থিতি সামাল দেবার জন্যই আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে চায় তারা।
স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সকে বেশ কিছুদন আগেই মোতায়েন করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। ২০ আগস্ট চীনের বিরুদ্ধে যে অভিযান চালানো হয়, সেটিও সম্ভবত এই বাহিনীও চালিয়েছিলো। ১৯৬২ সালের ১৪ নভেম্বর চীন-ভারত যুদ্ধের প্রেক্ষিতেই জন্ম নেয় ভারতীয় সেনাবাহিনীর গোপনতম বিশেষ ইউনিট।
এই বাহিনীর সদস্যদের হাই অলটিটিউট প্যারাট্রুপার, কমান্ডো, অ্যামবুশ আর্ট, ডেমুলেশন, সারভাইভাল ও স্যাবোটাজের প্রশিক্ষণ দেয়া হয়। এই বাহিনী সেনা সদরের নিয়ন্ত্রণেও নেই। সরাসরি এর তত্ত্বাবধান করে রিসার্চ আ্যান্ড আ্যানালাইসিস উইং-র। এবং এর কমান্ডাররা কেবিনেট সচিবের মাধ্যমে সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন।
এদিকে প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের পর এবার রাশিয়ার রাজধানী মস্কোতে মুখোমুখি হতে যাচ্ছেন চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইতোমধ্যেই মস্কো পৌঁছে গেছেন। আর বুধবার যাবার কথা রয়েছে এস জয়শঙ্করের। ১০ তারিখেই আলোচনায় বসবে দুজন। সেখানে লাদাখের সেনা অব্যাহতিকরণ নিয়ে আলোচনা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।