স্পোর্টস ডেস্ক: এবার বড় রকমের এক ভুল করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অনেকের মতে, হাস্যকর কাণ্ড ঘটিয়েছে তারা।
বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা লিটন দাস আর মেহেদি হাসান মিরাজের জাতীয়তাই বদলে দিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ দলের স্পিন-অলরাউন্ডার মিরাজকে প্রতিপক্ষ দল আফগানিস্তানেরই বানিয়ে দিল তারা। পরিচয় করিয়ে দেওয়া হলো ‘রশিদ খানের সতীর্থ’ হিসেবে!
এতেই শেষ নয়; আফগানিস্তান সিরিজের শীর্ষ রান সংগ্রাহক বাংলাদেশি ওপেনার লিটন দাসকে শ্রীলংকান বানিয়ে দিল আইসিসি।
বুধবার দুপুরে এক বিবৃতিতে এ দুটি ভুল করে বসে আইসিসি।
বিবৃতিতে বলা হয়, ‘ছয় ধাপ এগিয়ে এসে রশিদ খান ৯ নম্বর অবস্থানে উঠে এসেছেন। সিরিজ শেষ করে সতীর্থ মেহেদি হাসান মিরাজ নেমে গেছেন দুই ধাপ, আছেন ৭ম অবস্থানে।’
পরের ভুলটা ছিল আরও হাস্যকর। আইসিসি লেখে— ‘বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করেছেন শ্রীলংকার লিটন দাস। তাতে তিনি উঠে এসেছেন ব্যাট হাতে ক্যারিয়ারসেরা অবস্থান ৩২-এ।’
আইসিসির এ দুই ভুলে হাস্যরসে মেতেছে ক্রিকেটবিশ্ব। আলোচনায় বেশি এসেছে লিটনের বিষয়টি। সতীর্থ শব্দটি লিখে মিরাজকে আফগানি বানিয়ে দেওয়ার ভুলকে অনেকেই মেনে নিয়েছেন।
তবে লিটন নিয়ে হওয়া ভুলটি বিস্মিত করেছে ক্রিকেটবিশ্বকে। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে শ্রীলংকা এলো কথা থেকে!
টি-টোয়েন্টি সিরিজ জিতলে বাংলাদেশ যে সুখবর, হারলে যে দু:সংবাদ!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।