স্পোর্টস ডেস্ক : মাউন্ট মঙ্গানুইয়ে (Mount Maunganui) নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩০ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
২য় ইনিংসে নিউ জিল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙে দিয়েছেন তাসকিন আহমেদ। ইনিংসের নবম ওভারে দলীয় ২৯ রানে অধিনায়ক টম ল্যাথামকে শিকারে পরিণত করেন তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২১ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ এক উইকেটে ৫৪ রান। ক্রিজে রয়েছেন ডেভন কনওয়ে (১০) ও উইল ইয়াং (২৭)। কিউইরা পিছিয়ে আছে ৯৭ রানে।
মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিন সকালে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৫৮ রানে। স্বাগতিক নিউ জিল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছিল ৩২৮ রান।
বাংলাদেশ লিড পেয়েছিল আগের দিনই। ৬ উইকেটে ৪০১ রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করে সফরকারীরা। এদিন আর ২০.২ ওভার খেলতে পেরেছে টাইগাররা। যোগ করেছে আর ৫৭ রান।
মেহেদী হাসান মিরাজ ৪৭ ও ইয়াসির আলী ২৬ রান করেন। দুজন যথাক্রমে ২০ ও ১১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিলেন। তাসকিন আহমেদ ৫ ও শরিফুল ইসলাম ৭ রান করেছেন।
এদিন চার উইকেট ভাগাভাগি করেছেন কাইল জেমিসন, ট্রেন্ড বোল্ড ও টিম সাউদি। মিরাজ ও তাসকিনকে ফেরানো সাউদি ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসে কিউইদের সবচেয়ে সফল বোলার। ৩ উইকেট নিয়েছেন নিল ওয়াগনার।
দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড লাঞ্চের আগে ৩ ওভারে বিনা উইকেটে ১০ রান তুলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।