আন্তর্জাতিক ডেস্ক : নোবেল বিজয়ী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আইকিউ স্কোর ছিল প্রায় ১৬০ পয়েন্ট। বিশ্বখ্যাত এ বিজ্ঞানীর খ্যাতি ও বুদ্ধিমত্তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে তার মতো বুদ্ধিশক্তি হবে- এমন দাবি করে অনলাইনে পণ্য বিক্রির ঘটনা চলছে বলে সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে।
চীনে তাওবাও নামের একটি অনলাইন শপিং পোর্টাল মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে এমন দাবিতে পণ্য বিক্রি করছে। তারা একে আইনস্টাইনের মস্তিষ্ক নামে বাজারজাত করছে। ওই অনলাইন শপিং পোর্টালের দাবি, যারা এই পণ্য কিনবে তাদের ব্রেইন আইনস্টাইনের মতো হবে। তবে এটি ওষুধ বা চিপ হিসেবে বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে ভার্চ্যুয়ালি।
ইতিমধ্যে ২০ হাজারের বেশি জন ক্রেতা এ পণ্য কিনেছেন। এর মূল্য ধরা হয়েছে প্রতি ইউনিট দেড় টাকা থেকে প্রায় ১৭ টাকা। আলবার্ট আইনস্টাইনের ছবি সম্বলিত এ পণ্য বিক্রি করা হয়েছে।
এ পণ্যের এক বিজ্ঞাপনে বলা হয়েছে, আমাদের পণ্য হচ্ছে ভার্চ্যুয়াল। এর দাম পরিশোধ করার পর স্মার্ট হতে আপনায় অপেক্ষা করতে হবে। সাধারণত এক রাতের ঘুমের পরে, আপনি বুঝতে পার আইনস্টাইনের মতো আপনার ব্রেইন হয়ে গেছে।
এই পণ্য দেশটির ইন্টারনেট জগতে ব্যাপক সাড়া ফেলেছে এবং ব্যবহারকারীরা ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ দাবি করেছেন তার জ্ঞানভিত্তিক বুদ্ধি অনেক বেড়েছে।
এক ব্যবহারকারী উল্লেখ করেছেন, এটি বেশ কার্যকর। আমি এটি ব্যবহার করার পরে একটি পরীক্ষা দিয়েছিলাম তখন আমি আমার দক্ষতার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করেছি। আমি সব সমস্যার সমাধান করতে পেরেছি।
তবে অনেকে এই পণ্য নিয়ে ব্যঙ্গ করেছেন এবং রাগ ঝেড়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।