আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার—আইএসি) জানিয়েছে, আগামী মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ থেকে পবিত্র শাবান মাস শুরু হতে পারে। আর শাবান মাসের ১৫তম রাতে মুসলমানরা ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ রাত শবে বরাত পালন করেন। সে হিসেবে ৪ অথবা ৫ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হবে।

আইএসির পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ জানান, রমজান মাসকে সামনে রেখে শাবান মাসের চাঁদ দেখা ইসলামি দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে শাবান মাসের চাঁদ দেখার বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়।
তিনি বলেন, রোববার ১৮ জানুয়ারি ২০২৬, যা অনেক ইসলামি দেশে ১৪৪৭ হিজরি সনের রজব মাসের ২৯ তারিখের সঙ্গে মিলেছে, ওই দিন বিশ্বজুড়ে শাবানের চাঁদ দেখা সম্ভব হবে না। কারণ, সেদিন চাঁদ সূর্যের আগেই অস্ত যাবে।
এ কারণে অধিকাংশ ইসলামি দেশ রজব মাস ৩০ দিনে পূর্ণ করবে এবং সে অনুযায়ী মঙ্গলবার, ২০ জানুয়ারি শাবান মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে।
মোহাম্মদ শওকত ওদেহ আরও জানান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া ও আলবেনিয়াসহ কয়েকটি দেশে রজব মাসের ২৯ তারিখ পড়বে সোমবার, ১৯ জানুয়ারি। ওই দিন টেলিস্কোপের মাধ্যমে অধিকাংশ ইসলামি দেশে শাবানের চাঁদ দেখা যেতে পারে।
তবে তিনি উল্লেখ করেন, অস্ট্রেলিয়া, ইউরোপ, এশিয়া এবং পূর্ব আফ্রিকার অনেক অঞ্চলে টেলিস্কোপ দিয়েও চাঁদ দেখা কঠিন হতে পারে। অন্যদিকে আফ্রিকার মধ্য, পশ্চিম ও দক্ষিণাঞ্চল এবং আমেরিকার কিছু এলাকায় টেলিস্কোপে চাঁদ দেখার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। আমেরিকার মধ্যাঞ্চলে খালি চোখেও চাঁদ দেখা যেতে পারে।
এসব বিবেচনায় আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র আশা করছে, অধিকাংশ দেশে মঙ্গলবার, ২০ জানুয়ারি থেকে শাবান মাস শুরু হবে। তবে কিছু দেশে চাঁদ দেখার ভিন্নতার কারণে বুধবার, ২১ জানুয়ারি শাবান মাস শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে।
যেহেতু ইসলামী ক্যালেন্ডারে প্রতিটি মাস ২৯ বা ৩০ দিন। শাবান সাধারণত ৩০ দিন পূর্ণ করলে, রমজান শুরু হবে শাবান শেষ হওয়ার পরের দিন।
সম্ভাব্য রমজান শুরুর তারিখ:
যদি শাবান ২০ জানুয়ারি থেকে শুরু হয় এবং ৩০ দিন হয় → শাবান শেষ হবে মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, তাই রমজান শুরু হবে বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬।
যদি শাবান ২৯ দিন পূর্ণ করে → শাবান শেষ হবে সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, তাই রমজান শুরু হবে মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬।
তাই বলা যায়, রমজান মাসের সম্ভাব্য সূচনা ১৮ বা ১৯ ফেব্রুয়ারি ২০২৬ হতে পারে, দেশের চাঁদদর্শন ও ইসলামি পদ্ধতির উপর নির্ভর করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


