Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home শবেকদরের গুরুত্বপূর্ণ ৭ আমল
    ইসলাম

    শবেকদরের গুরুত্বপূর্ণ ৭ আমল

    জুমবাংলা নিউজ ডেস্কApril 11, 20234 Mins Read

    শবে কদরের গুরুত্বপূর্ণ কিছু আমল

    Advertisement

    জুমবাংলা ডেস্ক : পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হবে আগামী ১৮ এপ্রিল (মঙ্গলবার) রাতে। প্রতিবছর পবিত্র রমজানের ২৬ তারিখ রাতে শবেকদর পালন করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ ইবাদতের মাধ্যমে রাতটি অতিবাহিত করেন।

    শবেকদরের গুরুত্বপূর্ণ ৭ আমল

    মুসলমানদের কাছে এ রাত পুণ্যময় ও মহিমান্বিত। ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাত কদর হতে পারে। তবে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত। শবেকদরের এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়।

    শবেকদর অর্থ মর্যাদার রাত বা ভাগ্যরজনী। শবেকদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। ইসলাম ধর্ম অনুসারে, এ রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বাড়ানো এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়।
    এ রাতে করণীয় বিষয়ের দিকে ইঙ্গিত করে রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে ছওয়াবের উদ্দেশ্যে শবেকদরে জেগে নামাজ পড়বে, তার পেছনের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে।’ (বুখারি: ২০১৪)
    আরেক হাদিসে রাসুল (সা.) বলেন, রমজানে এমন একটি রাত আছে, যা হাজার রাতের চেয়ে উত্তম। তাই মহানবী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যে ব্যক্তি এ রাত থেকে বঞ্চিত হবে, সে সব প্রকার খায়র ও বরকত থেকে বঞ্চিত হবে। বস্তুত একমাত্র হতভাগা ও দুর্ভাগারাই এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়।’ (ইবনবে মাজাহ্‌: ১৬৪৪)।
    নবীজি (সা.) শবেকদর রাতে নিজে জাগতেন; পরিবারের লোকজনকে সজাগ করতেন; ইবাদতে লিপ্ত হতেন। শবেকদরের ইবাদত মসজিদেও করা যায়, বাড়িতেও করা যায়। বিভিন্ন হাদিস সামনে রেখে আলেমরা শবেকদরে কিছু কাজের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন। চলুন জেনে নেয়া যাক সেগুলো-
    পবিত্রতা
    ইসলামে পবিত্রতার গুরুত্ব অপরিসীম। পবিত্রতা অর্জন ছাড়া আল্লাহ তাআলার ইবাদাত-বন্দেগি গ্রহণযোগ্য হয় না। এ জন্য ইসলামি শরিয়তে নামাজসহ বহু ইবাদতের জন্য পবিত্রতাকে শর্ত করেছেন। আত্মিক ও দৈহিক পবিত্রতার ব্যাপারে সুরা বাকারায় বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। তিনি পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন।’
    ক্ষমা প্রার্থনা
    আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালোবাসেন। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, একবার তিনি বলেন- ‘হে আল্লাহর রাসুল, আপনি বলে দিন, লাইলাতুল কদর কোন রাতে হবে, আমি যদি তা জানতে পারি; তাহলে আমি কী করব?’ প্রিয়নবী বললেন, ‘তুমি বলবে- আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।’ অর্থ: হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালোবাসেন। অতএব আমাকে ক্ষমা করে দিন। (তিরমিজি, হাদিস : ৩৫১৩)
    সুধারণা
    মহান আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ও সুধারণা পোষণের মাধ্যমেই একজন মুমিন তার জীবনের সব ক্ষেত্রে স্থিরতা ও প্রশান্তি অনুভব করতে পারে। তাই শবেকদরের বরকত লাভে আল্লাহর প্রতি প্রত্যেক মুসলমানের সুধারণা পোষণ করা উচিত। তা এভাবে যে, নিশ্চয়ই আল্লাহ আমার প্রার্থনা কবুল করবেন এবং আমাকে মহিমান্বিত রাতের বরকত থেকে বঞ্চিত করবেন না। রাসুল (সা.) বলেন, ‘আল্লাহতায়ালা বলেন, আমার সম্পর্কে আমার বান্দার ধারণা মোতাবেক আমি তার সঙ্গে থাকি, যখন সে আমাকে স্মরণ করে। যদি সে আমাকে তার অন্তরে স্মরণ করে, আমি তাকে আমার অন্তরে স্মরণ করি। যদি সে আমাকে মজলিসে স্মরণ করে, আমি তাকে তার চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, আমি তার দিকে এক হাত অগ্রসর হই। যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি তার দিকে এক বাহু অগ্রসর হই। যদি সে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই।’ (বোখারি: ৭৪০৫)।
    কোরআন তেলাওয়াত
    শবেকদরের মর্যাদার সঙ্গে কোরআন নাজিলের বিষয়টি সম্পর্কিত। তাই আলেমদের মতে, কদরের রাতে কোরআন তেলাওয়াত করা তাৎপর্যপূণ। আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে; আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কী জানো? মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ।’ (সুরা কদর: ১-৩)।
    দরুদ পাঠ
    রাসুল (সা.)-এর  প্রতি দরুদ পড়া অনেক সম্মান ও মর্যাদার ইবাদত। ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, ‘রাসুল (সা.)-এর প্রতি দরুদ পাঠ না করা হলে সেই দোয়া আসমান ও জমিনের মধ্যে স্থগিত থাকে। সেই দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না।’
    তাহাজ্জুদ
    তাহাজ্জুদের মর্যাদা অপরিসীম। আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম তাহাজ্জুদ নামাজ। রাসুল (সা.) রমজানের শেষ দশকে কদরের রাত অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। তিনি এ দশকে রাত জেগে ইবাদত করতেন। আয়েশা (রা.) বলেন, ‘যখন রমজানের শেষ দশক আসত, তখন রাসুল (সা.) কোমর বেঁধে নিতেন (বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন)। রাত জেগে ইবাদত করতেন। পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন।’ (বোখারি : ২০২৪)।
    ইতেকাফ
    ইসলামের পরিভাষায় ‘আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় ইখলাছের সঙ্গে মসজিদে অবস্থান করাকে ইতেকাফ বলে। শবেকদরের বরকত লাভে সহায়ক এই ইতেকাফ। কেননা, ইতেকাফকারী জাগতিক সব ব্যস্ততা পেছনে ফেলে মহান আল্লাহর ইবাদতে নিমগ্ন হতে পারে। আয়েশা (রা.) সূত্রে বর্ণিত, রাসুল (সা.) রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন।’ (বোখারি : ২০২৬)।
    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ৭ আমল ইসলাম গুরুত্বপূর্ণ শবেকদরের
    Related Posts
    উত্তম চরিত্র

    ঈমানের পর মানুষের শ্রেষ্ঠ সম্পদ উত্তম চরিত্র

    October 7, 2025
    নবী (সা.)

    প্রিয় নবী (সা.)-এর দৃষ্টিতে শিক্ষা ও শিক্ষকের স্থান

    October 5, 2025
    মর্যাদা বৃদ্ধির বিশেষ ১০ আমল

    আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির বিশেষ ১০ আমল

    October 4, 2025
    সর্বশেষ খবর
    Bad Bunny 2026 Super Bowl Halftime Show Taylor swift

    Was Bad Bunny Chosen for the 2026 Super Bowl Halftime Show After Taylor Swift’s Decline?

    aylor Swift Super Bowl Halftime Show

    Taylor Swift Said No to the Super Bowl Halftime Show — And Fans Are Stunned Why

    Bank

    জামানত ছাড়া ৫ লক্ষ পর্যন্ত ঋণ দিচ্ছে কৃষি ব্যাংক

    is pooh shiesty out of jail

    Is Pooh Shiesty Out of Jail? What We Know So Far

    nyt wordle hints

    Wordle Hints for October 8: Today’s Puzzle #1572 Solved With Key Clues

    জমির মালিকানা

    অনলাইনে জমির মালিকানা বের করার উপায়

    tropical storm jerry latest update

    Tropical Storm Jerry Latest Update: Path, Strength, and Potential Impacts

    browns trade joe flacco

    Browns Trade Joe Flacco to Bengals Amid Cincinnati’s Quarterback Struggles

    Tika

    জন্ম সনদ থাকুক বা না থাকুক, প্রতিটি শিশুকে টিকা দিতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা

    Night-Desires-1

    Night Desires ওয়েব সিরিজ: গোপন ইচ্ছা ও সাহসিকতার গল্প

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.