স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টে বাজে হারের হতাশা ভুলে দলকে পথ দেখালেন আসগর আফগান ও হাসমতউল্লাহ শহিদি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আফগানিস্তান দলপতি আসগর আফগান ১৬৪ রানে আউট হলেও ডাবল সেঞ্চুরি করেছেন হাসমতউল্লাহ শহিদি। ৪ উইকেটে ৫৪৫ রানে আফগানিস্তানের প্রথম ইনিংস ঘোষণার সময় তিনি অপরাজিত ছিলেন ২০০ রানে। আফগানিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন শহিদি।
২০০ রান করতে শহিদি খেলেছেন ৪৪৩ বল। দুই দিন ধরে ৫৯০ মিনিট ব্যাটিং করে ২১ চার ও ১টি ছয়ে ইনিংসটি সাজান তিনি। এর আগে চার টেস্ট খেলে হাসমতুল্লাহ চার মেরেছিলেন ২১টি। এবার এক ইনিংসেই তাই করলেন। আগে মোট রান ছিল ১৪৭। এবার এক ইনিংসেই ২০০!
শহিদির পর হয়তো অনেক আফগান ক্রিকেটারই টেস্টে ২০০ রানের মাইলফলক স্পর্শ করবে। তবে দেশটির প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হওয়ার রেকর্ডটি আজীবনই থেকে যাবে শহিদির নামে।
নিজেদের প্রথম ইনিংসে আসগর আফগানের সঙ্গে ৩০৭ রানের জুটি গড়েন শহিদি। আসগরের ব্যাট থেকে আসে ১৬৪ রান। ২৫৭ বলে তিনি এই রান করে। ৪ উইকেটে ৫৪৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে আফগানিস্তান।
রান পাহাড়ের সামনে ব্যাটিং করতে নেমে কোনো উইকেট না হারিয়েই দ্বিতীয় দিনের খেলা করে জিম্বাবুয়ে। প্রিন্স মাসভাউরে ২৯ ও কেভিন কাসুজা ১৪ রানে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের চেয়ে এখনো তারা পিছিয়ে আছে ৪৯৫ রানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।