
Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ বাবুল (৩২)।
গত শুক্রবার গভীর রাতে গন্ডামারা ইউনিয়নের শালীর বিয়ের অনুষ্ঠানে ডেকোরেটরের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ বাবুল ওই এলাকার মো. মর্তুজা আলী সাওদাগরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাবুল হাছিনা ডেকোরেটরের সহকারী পরিচালক। বাবুল তার শালির বিয়েতে ডেকোরেশনের লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বলেন, পূর্ব বড়ঘোনা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি তদন্ত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।