জুমবাংলা ডেস্ক : বিশেষ প্রণোদনার অংশ হিসেবে বিভিন্ন নন-এমপিও কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৬ শিক্ষক ও ১০ হাজার ২০৪ কর্মচারীকে ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা দেয়া হবে। কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিন ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষকদের জনপ্রতি পাঁচ হাজার ও কর্মচারীদের জনপ্রতি আড়াই হাজার টাকা করে অনুদান দেয়া হবে। বিভিন্ন ধরনের পলিটেকনিক ইনস্টিটিউট, কারিগরি স্কুল ও কলেজ, স্কুলে ভোকেশনাল শাখা, বিএম কলেজসহ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন ধরনের মাদ্রাসার যেসব শিক্ষক ও কর্মচারী এমপিও বা সরকারি খাত থেকে বেতন-ভাতা পান না তারা এ অনুদান পাবেন।
করোনাকালে শিক্ষক ও কর্মচারীদের কষ্টের কথা চিন্তা করে অনুদান দেয়ার উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন টেকনিক্যাল এডুকেশন কনসোর্টিয়াম অব বাংলাদেশের (টেকবিডি) সভাপতি প্রকৌশলী আবদুল আজিজ এবং জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী।
এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ জন কর্মচারীকে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা এবং ১৩ হাজার ৯২৯টি কওমি মাদ্রাসার এতিম ও দুস্থদের জন্য ১৬ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।