Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিভিন্ন হাট বাজারে পোনা মাছ বিক্রির দায়ে ৮ জেলেসহ ৯ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ ব্যক্তিকে ৫২ হাজার টাকা জরিমানা করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম রুহুল আমিন রিমন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম রুহুল আমিন রিমন জানান, উপজেলার পাটুরিয়া, আরিচা, জাফরগঞ্জ, নয়াবাড়ি ও বারাদিয়া এলাকায় অভিযান চালিয়ে পোনা মাছ বিক্রির দায়ে ৮ জনকে আটকের পর ৪২ হাজার এবং জনদূর্ভোগ সৃষ্টির দায়ে ১ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শিবালয় থানা পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।