জুমবাংলা ডেস্ক : শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে আরও তিন বছরে জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন বর্তমান মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
সোমবার (১৩ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়
Advertisement
উপসচিব অলিউর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পরবর্তী ৩ বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে লিয়াকত আলী লাকীর নিয়োগের পর ২০১১ সালের ৭ এপ্রিল, ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি এবং ২০১৬ সালের ২৭ মার্চ, ২০১৮ সালের ১৯ মার্চ তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছিল সরকার। সর্বশেষ তার মেয়াদ শেষ হয়েছে চলতি মাসের ১০ তারিখে।
দীর্ঘদিন ধরে সফলতার সাথে শিল্পকলা মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।