আরিফ রহমান, বিশেষ সংবাদদাতা: মাদ্রাসায় শিশু বলাৎকার সারাদেশে বেড়ে ই চলেছে এই ব্যাপারে জনপ্রিয় ইসলামী ব্যাক্তিত্ব মিজানুর রহমান আজহারী হেফাজত ইসলাম,চরমনাই পীর সহ সকল ইসলামী সংগঠনকে বিষয়টি নিয়ে কাজ করতে আহবান জানিয়েছেন দেশের শিশু মুখপাত্র আরিফ রহমান শিবলী।
শিশু অধিকার নিয়ে কাজ করে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেনস পদক প্রাপ্ত এই বাংলাদেশী তরুণ বলেন, মাদ্রাসার শিশু শিক্ষার্থী আমার ভাইবোনেরা অনেক উদ্বীগ্ন একের পর এক ঘটনায়। যেটা তাদের শিশু মনের উপর প্রভাব ফেলছে।তাই এই ব্যাপারে আমার কথা বলা জরুরী বলে মনে করছি।
দেশের সকল ইসলামী সংগঠন নেতাদের বলাৎকার বিষয়ে মহান আল্লাহ ও রাসুল (সঃ) কি নির্দেশনা দিয়েছেন তা সকল মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা দিতে আহবান জানান দেশের শিশু মুখপাত্র। পাশাপাশি সকল মাদ্রাসায় সিসি টিভি ক্যামেরা বসানো ছাড়াও মাদ্রাসা শিশুদের ভয়ভীতি দূর করতে নিয়মিত কাউন্সিলিং করাতেও অনুরোধ জানান।
শিশু অধিকার নিয়ে কাজ করে জাতিসংঘ ৭৫ পোস্টারে স্থান পাওয়া এই বাংলাদেশী তরুণ বলেন, এইসব ব্যাপারে এগিয়ে আসতে হবে মিজানুর রহমান আজহারী বাবুনগরী ও চরমনাই পীর সহ সকল ইসলামী সংগঠনদের।
ইউরোপীয় সংসদ,কানাডা সংসদে বাংলাদেশের শিশু প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখা এই বাংলাদেশী তরুণ আরও বলেন, হজরত মুহাম্মদ (সঃ) শিশুদের ভালোবাসতেন এবং সালাম দিতেন। যেটা বর্তমানে অধিকাংশ মাদ্রাসায় চালু নেই।একজন মুসলমান হিসেবে বিষয়টি আমাকেও কস্ট দেয়।
জাতিসংঘে শিশুদের প্রতিনিধি হিসেবে দুই দুইবার অংশ নেওয়া এই বাংলাদেশী তরুন এই প্রতিবেদককে আরও বলেন, মাদ্রাসায় প্রতিটি শিশু’র স্বাভাবিক জীবন নিশ্চিত ও ভয়ভীতি, অত্যাচার দূর করতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল ইসলামী সংগঠনদের একত্রে কাজ করতে হবে।
শিশু অধিকার নিয়ে কাজ করে কানাডা সংসদ সদস্যদের প্রশংসা পাওয়া এই বাংলাদেশী তরুণ সকল মাদ্রাসা শিক্ষকদের জন্য জাতিসংঘ শিশু সনদ ১৯৮৯ ও বাংলাদেশের শিশু আইন ২০১৩ বিষয় সম্পর্কেও প্রশিক্ষন জরুরী বলেও মনে করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।