জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিয়ালের কামড়ে শিশু নারী পুরুষসহ ১১জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া, উরুরগাও,কুশিউড়া বড়খাল ও মির্ধারপাড়া গ্রামে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া, উরুরগাও,কুশিউড়া বড়খাল ও মির্ধারপাড়া গ্রামে পাগলা শিয়ালের আক্রমণে ১১ জন আহত হয়েছেন।
আহতরা হলেন ইউনিয়নের কিরণপাড়া গ্রামের হাতিম আলীর স্ত্রী বতাই বেগম(৪৫),বোলন মিয়ার স্ত্রী রিনা বেগম(৩০),উরুরগাও গ্রামের রহম আলীর পুত্র বাবুল মিয়া( ৩০),কুশিউড়া গ্রামের বাদল মিয়ার স্ত্রী জরিনা বেগম(৪৫),তাৎক্ষণিকভাবে সবার নাম ঠিকানা পাওয়া যায়নি। শিয়ালের কামড়ে আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এ গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।
এ বিষয়ে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোটারিয়ান শেখ আবুল হোছাইন জানান, খোঁজ নিয়ে জেনেছি, পাগলা শিয়াল ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোজনকে কামড় দিয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।