স্বাস্থ্য ডেস্ক : দেশজুড়ে বাড়ছে শীতকালীন নানা রোগব্যাধি ও মৃত্যু। স্বাস্থ্য অধিদফতর রোগ নিয়ন্ত্রণ শাখার তথ্যমতে, এখন পর্যন্ত শীতকালীন রোগে ৪৯ জনের বেশি মারা গেছেন। এর মধ্যে এআরআইতে ১৬, ডায়রিয়ায় ৪ এবং অন্যান্য রোগে ২৯ জন। চট্টগ্রাম বিভাগেই মারা গেছেন ২২ জন। রংপুর বিভাগে ১৩ জন এবং বরিশালে ৫ জন মারা গেছেন।
ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ চিকিৎসাসেবা নিতে ভিড় করছেন হাসপাতালে।
চিকিৎসকরা বলছেন, অ্যাজমা, নিউমোনিয়া, সর্দি-কাশি, জ্বর, টনসিল শীতের এসব রোগবালাইয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ঝুঁকিতে রয়েছেন বৃদ্ধরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, শিশু হাসপাতালে বিছানা খালি নেই। ঠাঁই নেই ওয়ার্ডগুলোতে। হাসপাতাল পরিচালকের নির্দেশক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোনও রোগী ফেরত দেয়া হচ্ছে না। হাসপাতাল করিডোরে, বারান্দায় এবং সিঁড়িগোড়ায় মেঝেতে রোগী রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। শীতে অসুস্থ হয়ে শিশু এবং বৃদ্ধরাই হাসপাতালমুখী হচ্ছেন। দু’একটা পরীক্ষা এবং ওষুধ ছাড়া সব কিছুই হাসপাতাল কর্তৃপক্ষ বহন করছে।
স্বাস্থ্য অধিদফতর রোগ নিয়ন্ত্রণ শাখার তথ্য অনুযায়ী, ১৬ ডিসেম্বর (সোমবার) থেকে ২২ ডিসেম্বর (রোববার) সকাল ৮টা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৫ হাজার ৭৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৫ হাজার ৫১৪ জন ভর্তি হয়েছেন। শুধু তাই নয়, শীত শুরুর পর ১ নভেম্বর (শুক্রবার) থেকে ২২ ডিসেম্বর (রোববার) পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৯১২ জন ভর্তি হয়েছেন। শ্বাসযন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে ৩৯ হাজার ৭৮৮ জন হাসপাতালে এসেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের আবাসিক চিকিৎসক ডা. রাজেশ মজুমদার বলছেন, ঋতু পরিবর্তনের সঙ্গে নতুন নতুন কিছু রোগব্যধির প্রাদুর্ভাব দেখা দেয়। এর মধ্যে বেশি রোগব্যাধি হয় শীতকালে। এবারও শীত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সর্দি, কাশি, জ্বর, গলাব্যথা, বাত-ব্যাথা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ব্রংকাইটিস, টনসিলের ব্যথা ও প্রদাহসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শীতকালীন রোগব্যধিতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে বেশী। সাধারণ ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাই বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।