জুমবাংলা ডেস্ক : অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে গিয়েছেন। সেখানে সাঈদের কবর জিয়ারত, দোয়া মোনাজাত ও পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তারপর সেখান থেকে ড. ইউনূস বেগম রোকেয়া বিশ্ববিদ্যায়ে যান।
শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এসময় শিক্ষার্থীরা তাদের দাবি ও মনের কথা তুলে ধরেন।
পরে শিক্ষার্থীদের উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘শুধু বাংলাদেশ না, তোমরা সারা দুনিয়া পাল্টে ফেলতে পারবা। বাংলাদেশ ছোট একটি বিষয় তোমাদের জন্য। কাজেই পিছু হটবে না। কারণ আমরা পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। তোমরা যে জায়গায় চলে যাওয়ার কথা ছিলো, তোমাদেরকে আমরা সে জায়গায় নিয়ে যেতে পারিনি। সেটাই আমাদের ব্যর্থতা, তোমরা যেন ব্যর্থ না হও।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।