শেখ হাসিনার জমানা খারাপ ছিল, কিন্তু এই দিন কি আমরা চেয়েছিলাম?

তসলিমা নাসরিন

তসলিমা নাসরিনজুমবাংলা ডেস্ক : বাংলাদেশের চলমান অরাজক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন আলোচিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা তাঁর পোস্টটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘শেখ হাসিনার জমানা খারাপ ছিল। দুর্নীতি ছিল। বাক স্বাধীনতা ছিল না। গণতন্ত্র ছিল না। সরকার পতনের পর আমাদের আশা ছিল, নতুন দিনের সূচনা হবে। কিন্তু এই দিন কি আমরা চেয়েছিলাম? কেউ চেয়েছিল?

এখন তো ”terror” চলছে। এ তো ভাষায় বর্ণনা করা যায় না। আইন শৃঙ্খলা বাহিনী নেই। দেশ জুড়ে অশিক্ষিত জেন জি জিহাদিরা তাদের terror চালাচ্ছে। শুধু দেশের ইতিহাস ঐতিহ্য গুঁড়িয়ে দিচ্ছে না, পুড়িয়ে দিচ্ছে না, মানুষকে নির্বিচারে নির্যাতন করছে। আওয়ামী লীগ বা সরকারের সঙ্গে যারাই জড়িত ছিল, তারা নৃশংসভাবে খুন হয়ে যাচ্ছে। ব্যারিস্টার তারিন আফরোজের বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা তাঁকে নির্যাতন করে এসেছে। চারদিকে দোকানপাট ব্যবসা বাণিজ্য সব লুট হয়ে যাচ্ছে। কারও কোনও প্রতিবাদ করার অধিকার নেই। পাল পাল অশিক্ষিত বর্বর সন্ত্রাসি দেশটাকে তাদের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। সাধারণ মানুষ ভয়ে তটস্থ। ওদিকে ঘটা করে মসনদে বসার পাঁয়তারা করছেন কিছু ভদ্রলোক। তাঁরা হয়তো খবরও রাখেন না দেশে টেরর চলছে। হয়তো এতে তাঁদের কিছু যায় আসে না, কারণ তাঁরা তো আর্মি বেষ্টিত আছেন, নিরাপদে আছেন।

হয়তো কোনও দিন আইন শৃঙ্খলা বাহিনী ফিরবে। কিন্তু উন্মত্ত উচ্ছৃঙ্খল এই জেন জি জিহাদিদের হাত থেকে দেশ কী করে বাঁচবে? এরাই তো আসল সরকার এখন। যে ভদ্রলোকেরা নতুন সরকার গঠন করেছেন, তাঁরাই বা এদের হাত থেকে কী করে বাঁচবেন?

গণআন্দোলন তো আরও দেখেছি। গণঅভ্যুত্থান আরও দেখেছি। সরকার তো আরও পড়েছে, এমন দেশ জুড়ে ভয়াবহ সন্ত্রাস তো শুরু হয়নি। এ তালেবানি রাজত্বের চেয়েও ভয়াবহ। যেভাবে তালেবানদের ভয়ে মানুষ উড়োজাহাজের পাখায় চড়ে, চাকায় চড়ে হলেও দেশ ছাড়তে চেয়েছিল, পারলে তেমন ভাবেই এই পোড়া দেশ মানুষ ছাড়ে। সেই মানুষরাই এই এপোক্যালিপ্টিক অন্ধকার থেকে পালাবে, যারা কিছুদিন আগে শেখ হাসিনার পতন চেয়েছিল, নতুন বেটার সরকারের আশায়, মানবাধিকারের আশায়, বাক স্বাধীনতার আশায়।’