জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে সামনে রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে। ভোর থেকেই সেনা ও পুলিশ মোতায়েন দিয়ে এলাকা নজরদারিতে রাখা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকেই ট্রাইব্যুনালের প্রবেশপথ, আশপাশের সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে গত শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনাবাহিনীতে একটি চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির প্রেক্ষিতে পর্যাপ্তসংখ্যক সেনা সদস্য সোমবার সকাল থেকেই মোতায়েন করা হয়েছে।
এর আগে, রায়ের তারিখ ঘোষণার দিন গত বৃহস্পতিবারও সুপ্রিম কোর্ট প্রশাসনের চিঠির ভিত্তিতে সুপ্রিম কোর্ট এলাকা এবং ট্রাইব্যুনাল চত্বরে সেনা মোতায়েন করা হয়েছিল।
সেনা মোতায়েনের পাশাপাশি পুলিশের টহল, চেকপোস্ট ও বিভিন্ন সংস্থার সমন্বিত নজরদারি বাড়ানো হয়েছে, যাতে ট্রাইব্যুনাল এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



