জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় শোক দিবসের খিচুড়ি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুল মান্নান সানা নামের একজন নিহতের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। আব্দুল মান্নান সানা (৪০) উপজেলার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের আলী সানার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (২১ আগস্ট) বিকেলে দেয়াড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ শোক দিবস উপলক্ষে দোয়ার আয়োজন করে। অনুষ্ঠান শেষে খিচুড়ি বিতরণ করা হয়। এ সময় খিচুড়ি কম পাওয়া নিয়ে কৃষক মান্নানের সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা হয়। এরই জেরে রোববার সন্ধ্যায় একই গ্রামের হানিফ, ফারুক, তানভীর, জুয়েল ও নাজিম কাশিয়াডাঙ্গা বাজারে মান্নান সানাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে কেশবপুর সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের নেতৃত্বে ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোক দিবসের খিচুড়ি নিয়ে কৃষক আব্দুল মান্নান ও ব্যবসায়ী হানিফের মধ্যে ঝগড়া হয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উভয় পক্ষকে মিমাংসা করে দেন।
তিনি বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষক আব্দুল মান্না ও হানিফ উভয়পক্ষ কাশিয়াডাঙ্গা বাজারে জড়ো হয় ও মারমুখীভাবে অবস্থান নেয়। এরই মধ্যে আব্দুল মান্নানের পেটে কে বা কারা ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, এ ঘটনায় হানিফ ও তার পিতা মুজিবর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।