দিনাজপুরের খানসামা উপজেলায় ধর্ষণের চেষ্টা করায় শ্বশুর আ. মতিনের (৬০) পুরুষাঙ্গ কেটে দিলেন পুত্রবধূ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার আঙ্গারপাড়া সুবর্ণখুলী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, প্রায় ২১ বছর আগে আ. মতিনের ছেলে রশিদুল ইসলাম বিয়ে করেন। বিয়ের পর থেকেই মতিন তার পুত্রবধূকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। বিষয়টি পুত্রবধূ তার স্বামী ও পরিবারের অন্য সদস্যদের জানালেও কোনো সুরাহা হয়নি। এরই ধারাবাহিকতায় রোববার ধর্ষণের চেষ্টাকালে মতিনের পুরুষাঙ্গ কেটে দেন তার পুত্রবধূ।
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামসুদ্দোহা মুকুল বলেন, রোববার দিবাগত রাতে আহতাবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছে। তার পুরুষাঙ্গ অর্ধেকেরও বেশি কাঁটা ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



