Advertisement

জাহ্নবী কপূরের (Janhvi Kapoor) দেহসৌষ্ঠব ঈর্ষণীয়৷ সৌজন্যে, শরীরচর্চার প্রতি তাঁর অধ্যবসায়৷

শরীরচর্চার রুটিনের সঙ্গে কোনও আপস করেন না শ্রীদেবীকন্যা৷

কঠোর পরিশ্রমে তৈরি করছেন পায়ের পেশি

জিমন্যাসিয়ামে তাঁর শরীরচর্চারত ছবিতে মুগ্ধ অনুরাগীরা

পরিশ্রমের ফল পেয়েছেন জাহ্নবী৷ তাঁর শরীর একইসঙ্গে টোনড ও পেলব

ঝিনুকের কাজ করা হ্রস্ব পোশাকে তিনি আবেদনবিধুর

ঝিনুকগাঁথা পোশাকে তিনি যেন মৎস্যকন্যা

গোধূলির অস্তরাগে মিলেমিশে গিয়েছেন তিনি

হলুদ শাড়ির সঙ্গে এম্ব্রয়ডারি করা ব্লাউজ৷ জাহ্নবী এক টুকরো ভোরের শিশির

সিক্যুইনড ল্যাভেন্ডর শাড়িতে তিনি যেন পুলের মতোই তরতাজা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



