শ্রীপুরে বাস চাপায় প্রাণ গেল প্রকৌশলীর

আমিনুল হক জুয়েল

জুমবাংলা ডেস্ক: গাজীপুরের শ্রীপুর বাস চাপায় আমিনুল হক জুয়েল (৩৫) নামের এক মোটরসাইকেল চালক প্রকৌশলী নিহত হয়েছে। রোববার (২০ আগস্ট) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ এলাকার বাংলাদেশ পাম্প এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কংকন কুমার।

আমিনুল হক জুয়েল

নিহত আমিনুল হক জুয়েল শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার টেংরা গ্রামের গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি নোমান গ্রুপের নাইস সিনথেটিক ইয়ার্ন মিলস লিমিটেডের এসিস্ট্যান্ট প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

ওসি বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনার সাথে জড়িত সিয়াম পরিবহনের ওই বাসটি আটক করা হলেও এর চালক পালিয়েছে। এর ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধনি রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

স্থানীয়দের বরাত দিয়ে নাইস সিনথেটিক ইয়ার্ন মিলস লিমিটেডের ডিজিএম (অপারেশন) মধুসূদন কুমার বলেন, গত ২ বছর ধরে মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত আমাদের এ কারখানায় চাকরি করে আসছেন আমিনুল হক জুয়েল। রোববার ভোর ৬টায় কারখানার কাজে যোগ দেন তিনি। ডিউটি শেষে দুপুর ২টায় কর্মস্থল থেকে নিজ মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাংলাদেশ পাম্প সংলগ্ন পৌঁছালে পেছন দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। এ সময় সড়কে ছিটকে পড়েন তিনি। এতে তাঁর মাথা থেঁতলে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: আসমা উল হোসনা বলেন, মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল আমিনুল হক জুয়েল নামের একজনকে। আমরা পুলিশের মাধ্যমে মরদেহ হস্তান্তর করেছি।

গাজীপুরের গভীর বনে মিললো অজ্ঞাত যুবকের মরদেহ