Advertisement
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামী মার্চ মাসে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকাকে (সিএসএ) আমন্ত্রণ জানিয়েছে বলে জানান, প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান।
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খান আশাবাদী যে, দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আগামী বছর মার্চের শেষের দিকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে আসবে। আর
এই সিরিজের মাধ্যমেই দল দুটিকে ২০২০ সালের অক্টোবরে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে সহায়তা করবে।
লাহোরের গণমাধ্যমের সাথে আলাপকালে ওয়াসিম খান বলেন, তারা শ্রীলঙ্কা বোর্ডের কাছ থেকেও ইতিবাচক চিহ্ন পেয়েছে। চলতি বছরের ডিসেম্বরে রাওয়ালপিন্ডি ও করাচিতে দুটি টেস্ট খেলতে পুরো শক্তির দল প্রেরণ করবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।