ষষ্ঠ বাংলাদেশি হিসেবে যে মাইলফলক স্পর্শ করলেন লিটন
স্পোর্টস ডেস্ক : ষষ্ঠ বাংলাদেশি হিসাবে ৬ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৩ রান করে এ মাইলফলকে পা রেখেছেন তিনি।
তিন ফরম্যাট মিলিয়ে লিটন কুমার দাসের রান এখন ৬ হাজার ১। ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছতে তার খেলতে হয়েছে ১৭৫ ম্যাচ। এর মধ্যে টেস্টে ২ হাজার ৩১৯, ওয়ানডেতে ২ হাজার ৬৫ ও টি-টোয়েন্টিতে এক হাজার ৬১৭ রান করেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে তার সেঞ্চুরি ও হাফসেঞ্চুরির সংখ্যা যথাক্রমে ৮ ও ৩৪।
লিটনের আগে ৬ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুল। এর মধ্যে প্রথম তিনজনই পেরিয়েছেন ১০ হাজারের বৈতরণী। তামিম তিন ফরম্যাটে ১৫ হাজার ৪৫, মুশফিক ১৪ হাজার ৪৩ ও সাকিব ১৩ হাজার ৮৮৫ রান করেছেন। বাকিদের মধ্যে মাহমুদউল্লাহ ৯ হাজার ৯৮৬ ও মোহাম্মদ আশরাফুল ৬ হাজার ৬৬৫ রান করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।