মানুষের পাশাপাশি কুকুর, বিড়াল, হাঙর এবং শিম্পাঞ্জিদের মতো অনেক প্রাণীই হাই তোলে। একজন হাই তুললে অন্যরাও দেখাদেখি একই কাজ করে। তবে হাই তোলা সংক্রামক হলেও সবাই এতে আক্রান্ত হয় না। প্রায় ৬০-৭০ শতাংশ মানুষ অন্যকে হাই তুলতে দেখলে, এমনকি কোনো ছবিতে দেখলে বা এ সম্পর্কে পড়লেও হাই তোলে। প্রাণীদের মধ্যেও সংক্রামক হাই তোলার ঘটনা ঘটে। তবে এটি মানুষের মতো করে কাজ করে না। কেন হাই তোলা সংক্রামক, তা নিয়ে রয়েছে অনেক তত্ত্ব। এর কয়েকটি প্রধান তত্ত্ব জানা যাক।
সম্ভবত সংক্রামক হাই তোলার সবচেয়ে জনপ্রিয় তত্ত্বটি হলো, এটি যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। হাই তোলার মাধ্যমে বোঝানো হয়, একজন ব্যক্তি অন্য ব্যক্তির আবেগের প্রতি সংবেদনশীল। ২০১০ সালে ইউনিভার্সিটি অব কানেকটিকাটের এক গবেষণায় দেখা গেছে, হাই তোলায় সংক্রমিত হতে শিশুদের প্রায় চার বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়। এর আগ পর্যন্ত তাদের সহানুভূতির দক্ষতা গড়ে ওঠে না। গবেষণায় আরও দেখা গেছে, অটিজমে আক্রান্ত শিশুরা, যাদের সহানুভূতি বিকাশে সমস্যা থাকতে পারে, তাদের ক্ষেত্রে সংক্রামক হাই তোলার ঘটনা কম ঘটে।
২০১৫ সালে প্রাপ্তবয়স্কদের নিয়ে করা আরও এক গবেষণায় দেখা গেছে, কম সহানুভূতিসম্পন্ন কলেজ শিক্ষার্থীরা হাই তোলায় কম সংক্রামিত হয়। অন্য গবেষণায় দেখা গেছে, সিজোফ্রেনিয়ার মতো সহানুভূতির অভাব সংক্রান্ত অবস্থার সঙ্গে হাই তোলার সংক্রমণের সম্পর্ক কম।
হাই তোলা এবং সহানুভূতির মধ্যে সম্পর্ক পুরোপুরি নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের ডিউক সেন্টার ফর হিউম্যান জিনোম ভেরিয়েশনে করা একটি গবেষণা সংক্রামক হাই তোলার কারণ নির্ধারণের চেষ্টা করেছে। গবেষণায় ৩২৮ জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবককে ঘুমঘুম ভাব, তাঁদের কতটুকু এনার্জি আছে এবং তাঁদের সহানুভূতি বিষয়ে প্রশ্ন করা হয়। তারপর তাঁদের হাই তোলার একটি ভিডিও দেখান হয়। ভিডিও দেখার সময় গণনা করা হয় যে কতবার তাঁরা হাই তুলেছে।
৩২৮ জনের মধ্যে ২২২ জন অন্তত একবার হাই তুলেছিল। বারবার পরীক্ষা করার পর দেখা যায়, সংক্রামক হাই তোলার প্রবণতা একটি স্থিতিশীল বৈশিষ্ট্য। মানে নিয়মিত এই সংক্রমণের ঘটনা ঘটে। এই গবেষণায় দেখা গেছে, সহানুভূতি, দিনের কোন সময়ে হাই তুলছে বা বুদ্ধিমত্তার সঙ্গে হাই তোলার কোনো সম্পর্ক নেই। তবে বয়সের সঙ্গে কিছুটা সম্পর্ক রয়েছে। বয়স্ক ব্যক্তিরা কম হাই তুলেছিলেন।
জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের প্রাইমেট রিসার্চ ইনস্টিটিউটের একটি গবেষণায় দেখা গেছে, শিম্পাঞ্জিরা হাই তোলার ভিডিও দেখে সংক্রামক হাই তোলে। ছয়টি শিম্পাঞ্জির মধ্যে দুটি স্পষ্টভাবে সংক্রামক হাই তুলেছিল। তবে ছোট শিম্পাঞ্জিরা সংক্রামক হাই তোলে না, মানব শিশুদের মতোই।
লন্ডন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, কুকুর মানুষের হাই তোলা দেখে সংক্রমিত হয়। ২৯টি কুকুরের মধ্যে ২১টি কুকুর মানুষের সামনে হাই তুলেছিল। তবে কুকুরের সামনে শুধু মুখ হাঁ করে হাই তোলার মতো করলে ওরা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সত্যিকারের হাই তুললেই প্রতিক্রিয়া দেখিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।