আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে শুরু হয়েছে ঢাকা মহানগরের ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ।
আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর হাত থেকে প্রতীক নেন ঢাকা-৪ আসনের বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮ দলের প্রার্থীরা।
প্রতীক হাতে পেয়ে ঢাকা-৪ এর বিএনপি প্রার্থী তানভীর আহমেদ, ঢাকা-৫ এর প্রার্থী নবী উল্লাহ নবী জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা-৬ এর বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে তার প্রতিনিধি মাশরুর হোসেন প্রতীক বুঝেন নেন। এসময় তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে আগামীকাল থেকে ইশরাক হোসেন আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করবেন। জয়ের ব্যাপারে শতভাগ প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতীক নিতে আসা জামায়াত ও অন্যান্য দলের প্রাথীরা বলেন, প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন। তবে পেশিশক্তির প্রভাব ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে ইসিকে ভূমিকা রাখার তাগিদ দেন তারা।
উল্লেখ্য, ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসন; এই মোট ১৩টি আসনের প্রতীক বরাদ্দ দেবেন ঢাকার রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিকেল ৩টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


