সড়কে পড়ে ছিল অচেতন, হাসপাতালে মৃত্যু

কারখানার ছাদ থেকে পড়ে গেলো নারী শ্রমিকের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ (৫৫) উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কারখানার ছাদ থেকে পড়ে গেলো নারী শ্রমিকের প্রাণ

রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন। একইদিন শনিবার (১৮ মে) স্থানীয়রা ওই অজ্ঞাত ব্যক্তিকে সড়ক থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এসআই সোহেল আল মামুন জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই এসআই।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার দুপুর পৌনে দুইটার দিকে ওই ব্যক্তি শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের কেওয়া বাজারের পশ্চিম পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রোবাবর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা ওই ব্যক্তি মারা যান।

কাঁঠাল নিয়ে বিবাদে ভাতিজার হাতে চাচা খুন!