স্পোর্টস ডেস্ক: টানা পাঁচ ম্যাচ জিতে লিওনেল মেসির দল শিরোপা থেকে আর এক জয় দূরে। ১৮ ডিসেম্বর লুসাইলে আরেকটা ম্যাচ জিতলেই ৩৬ বছরের অপেক্ষা ঘুচবে আলবিসেলেস্তেদের। ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে ৩-০ গোলে হারানোর দিনে পেনাল্টি থেকে এক গোল করার পাশাপাশি এক অ্যাসিস্ট করে ম্যাচসেরা হয়েছেন মেসি। এই ম্যাচে বিশ্বকাপে নিজের ১১তম গোল করে মেসি ভেঙে দেন গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড।
তবে মেসির জাদু, যা দেখার জন্য রাত জাগা, তা যেন গত রাতে কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন এই কিংবদন্তি। ক্রোয়েশিয়ার ২০ বছর বয়সী ডিফেন্ডার জস্কো গার্দিওলাকে রীতিমতো বোকা বানিয়ে সতীর্থ আলভারেজকে দিয়ে গোল করিয়েছেন মেসি। যা মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। এছাড়া শুরুতেই পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ৩৫ বছর বয়সী অধিনায়ক। সত্যিকারের মেসিকে এই ম্যাচে দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।
ম্যাচ শেষে দালিচ বলেন, ‘মেসি বিশ্বের সেরা ফুটবলার, সে খুবই বিপজ্জনক ও তার সামর্থ্যও রয়েছে। সব কৌশল তার জানা এবং এমন শীর্ষ পর্যায়ের ম্যাচে নিজেকে মেলে ধরার সামর্থ্যও তার আছে। এটাই সত্যিকারের মেসি, যাকে দেখার প্রত্যাশা থাকে সবার। আজকে তারা চারজন মিডফিল্ডার নিয়ে মাঝমাঠ সাজিয়েছিল এবং আমরা চেষ্টা করেছি আক্রমণাত্মক ফুটবল খেলতে। তবে মেসি একটা মুভেই পার্থক্য গড়ে দিতে পারে, তৃতীয় গোলটিতে যেমন করেছে।’
ক্রোয়েশিয়ার বিশ্বকাপ এখনই শেষ হয়ে যায়নি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে তারা আগামী শনিবার। দ্বিতীয় সেমিফাইনালে হেরে যাওয়া দল ফ্রান্স কিংবা মরক্কোর মুখোমুখি হবে তারা। দালিচ বললেন, ‘আমাদের আবার উঠে দাঁড়াতে হবে এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিততে চেষ্টা করতে হবে।’
প্রথম পেনাল্টি সন্দেহজনক আখ্যা দিয়ে দালিচ বলেন, ‘৩০ মিনিট আমাদের ভালো নিয়ন্ত্রণ ছিল এবং প্রথম গোলটা সত্যি কথা বলতে সন্দেহজনক। আমার খেলোয়াড়দের মতে ওটা ছিল কর্নার। দুটো গোলই হয়েছে একটু সহজে। দুই গোল হওয়ার পর ওই সময় ম্যাচ নিষ্পত্তি হয়ে গিয়েছিল। ওখান থেকে ফেরা খুব কঠিন।’
আর্জেন্টিনার ফাইনালে উঠার আনন্দে ৫০০ জনের মধ্যে বিরিয়ানি বিতরণ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।