Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home সন্তান প্রতিপালনে কোরআনে যে নির্দেশনা
    ইসলাম ধর্ম

    সন্তান প্রতিপালনে কোরআনে যে নির্দেশনা

    Tarek HasanOctober 17, 20243 Mins Read
    Advertisement

    ধর্ম ডেস্ক : সন্তানকে নিজের মতো করে গড়ে তুলতে চান মা-বাবা উভয়েই। কখনো কখনো সন্তানকে নিয়ে তাঁদের স্বপ্ন যেমন অভিন্ন হয়, তেমন ভিন্ন ভিন্ন স্বপ্নও দেখে থাকেন মা ও বাবা। মা-বাবার দৃষ্টিভঙ্গি এক না হলে সন্তান প্রতিপালন নিয়ে উভয়ে মধ্যে মতভিন্নতাও দেখা দেয়। এমনকি তা মনোমালিন্যের পর্যায়ে পৌঁছে যায় কখনো।

    islam

    ইসলাম এ ক্ষেত্রে মা-বাবা উভয়কে পরামর্শ করে চলার পরামর্শ দেয়, যেন তাঁদের মানসিক দ্বন্দ্বের প্রভাব সন্তানের ওপর না পড়ে।

    সন্তান প্রতিপালনের দায়িত্ব কার

    ইসলামের দৃষ্টিতে বাবাই সন্তানের মূল অভিভাবক। তাই সন্তানের যাবতীয় দায়দায়িত্ব পিতার ওপরই বর্তায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘জনকের কর্তব্য যথাবিধি তাদের ভরণ-পোষণ করা।

    কাউকে তার সাধ্যাতীত কার্যভার দেওয়া হয় না। কোনো জননীকে তার সন্তানের জন্য এবং কোনো জনককে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হবে না।’ (সুরা : বাকারাহ, আয়াত : ২৩৩)

    মায়ের মতামতও গুরুত্বপূর্ণ

    ইসলাম সন্তান প্রতিপালনের মূল দায়িত্ব পিতার ওপর অর্পণ করলেও মায়ের মতামতকে বিশেষ গুরুত্ব দিয়েছে। যেমন আল্লাহ বলেছেন, ‘যদি তারা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে স্তন্য পান বন্ধ রাখতে চায়, তাহলে তাদের কারো কোনো অপরাধ নেই।’ (সুরা : বাকারাহ, আয়াত : ২৩৩)

    উল্লিখিত আয়াতে সন্তান প্রতিপালনে মা ও বাবার পারস্পরিক মতামতের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

    অন্য আয়াতে আল্লাহ সন্তানের প্রতি মায়ের ত্যাগ ও কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার জননী তাকে গর্ভে ধারণ করে কষ্টের সঙ্গে এবং প্রসব করে কষ্টের সঙ্গে।’
    (সুরা : আহকাফ, আয়াত : ১৫)

    তাফসিরবিদরা বলেন, উল্লিখিত আয়াতে আল্লাহ মায়ের কষ্টের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। এতে বোঝা যায়, মা সম্মান-মর্যাদা ও মূল্যায়নে অগ্রাধিকার লাভ করবেন।

    মা-বাবার পরামর্শেই সন্তানের কল্যাণ

    আল্লামা ইবনে কাসির (রহ.) উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় বলেন, ‘যদি শিশুর মা ও বাবা দুই বছর পূর্ণ হওয়ার আগেই স্তন্যদান বন্ধ করতে চায়, এতে তারা সন্তানের কল্যাণ আছে বলে মনে করে, এই বিষয়ে পরস্পরের সঙ্গে পরামর্শ করে এবং একমত হয়, তবে তাদের কোনো দোষ নেই।’ আয়াতের শিক্ষা হলো, এ ক্ষেত্রে একজন ছাড়া অপরজনের পরামর্শ যথেষ্ট নয়। একজনের বৈধ নয় অপরজনের সঙ্গে পরামর্শ করা ছাড়া অন্যজনের ওপর তা চাপিয়ে দেওয়া। সুফিয়ান সাওরি (রহ.)-সহ অন্যরা এমনটিই বলেছেন। শিশুর ব্যাপারে পরামর্শের মধ্যে আছে শিশুর জন্য সতর্কতা ও কল্যাণকামিতা। এটা বান্দার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহও বটে। কেননা আল্লাহ শিশুর প্রতিপালনে মা-বাবার ওপর বিশেষ বিধি-নিষেধ দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন শিশুর প্রতি ও তাদের নিজেদের প্রতি কল্যাণকামী হওয়ার।’ (তাফসিরে ইবনে কাসির : ২/৩৭৭)

    সুতরাং সন্তান প্রতিপালন ও তার ভবিষ্যৎ জীবনের গতিপথ নির্ধারণে মা-বাবার পারস্পরিক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    মসজিদে নববীতে যেভাবে প্রবেশ করলেন ইসরায়েলি ইহুদি

    বিবাদ শিশুকে বিপথগামী করে

    মা-বাবার ঝগড়া ও বিবাদ শিশুর কোমল মনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই মা-বাবার উচিত তা পরিহার করা। ইমাম গাজ্জালি (রহ.) বলেন, শিশু মা-বাবার কাছে আমানত এবং তার অন্তর মূল্যবান মণিমুক্তাতুল্য। তা শূন্য ক্যানভাসের মতো পবিত্র ও নির্মল। তা যেকোনো চিত্রের জন্যই উপযোগী এবং তাকে যেদিকে ইচ্ছা ফেরানো যায়। তাকে যদি ভালো কাজের শিক্ষা দেওয়া হয়, তাহলে সে দুনিয়া ও আখিরাতের সৌভাগ্যবান হবে। আর যদি তাকে মন্দ কাজে অভ্যস্ত করা হয় বা পশুর মতো অবজ্ঞা ও উপেক্ষা করা হয়, তাহলে সে হতভাগ্য ও ধ্বংস হবে। শিশুর রক্ষণাবেক্ষণ হলো তাকে আদব-কায়দা ও শিষ্টাচার এবং উন্নত চারিত্রিক গুণাবলি শিক্ষা দেওয়া।

    (আল ওয়াজিজ ফিত-তারবিয়্যাহ, পৃষ্ঠা-২)

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ইসলাম কোরআনে ধর্ম নির্দেশনা প্রতিপালনে সন্তান সন্তান প্রতিপালন
    Related Posts
    ১১৮ বছর বয়সেও ইমামতি

    ১১৮ বছর বয়সেও মসজিদে ইমামতি করছেন ক্বারী মজিদ মোল্লা

    September 8, 2025
    MOON

    চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীর ক্ষতি নিয়ে যা বলছে হাদিস

    September 7, 2025
    Moon

    চন্দ্রগ্রহণের সময় মুসলমানদের করণীয়

    September 7, 2025
    সর্বশেষ খবর
    ফাওজুল

    মৌলিক পরিবর্তনের জন্য অল্প সময় যথেষ্ট নয়: ফাওজুল কবির খান

    জনবল পাঠানোর পরিকল্পনা

    এক লাখ দক্ষ জনবল পাঠানোর পরিকল্পনা নিয়েছে জাপানে

    সর্বোচ্চ ভোটে ঢাকসু’র ভিপি হয়ে ইতিহাস গড়লেন শিবিরের সাদিক কায়েম

    বাগেরহাটে বাগদা চিংড়ি

    বাগেরহাটে বাগদা চিংড়ি: অর্থনীতির নতুন দ্বার খুলেছে উপকূলীয় জেলা

    জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তন

    নেপাল থেকে জাতীয় ফুটবল দলকে নিরাপদে ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

    ডাকসু’র নতুন ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ

    আর্জেন্টিনা

    বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা

    ডাকসু নির্বাচনে জয়ের পথে শিবিরের ভিপি, জিএস ও এজিএস প্রার্থী

    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা

    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে ৩৩ বছরে

    ইলিশ রপ্তানি

    দেশে ইলিশ ‘সোনার হরিণ’, অথচ অর্ধেক দামে রপ্তানি ভারতে

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.