আন্তর্জাতিক ডেস্ক : প্রি ওয়েডিং সেলিব্রেশনকে কেন্দ্র করে খবরের শিরোনামে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত। গুজরাটের জামনগরে বসেছে সেই মেগা অনুষ্ঠানের আসর। প্রাক বিবাহ বাসরে নিজের পরিবার সম্পর্কে চমকে দেওয়ার মতো বহু অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন মুকেশ পুত্র।
উল্লেখ্য, প্রি ওয়েডিংয়ের মধ্যেই একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে দীর্ঘ সাক্ষাৎকার দেন অনন্ত। সেখানে তিনি বলেন, ছোটবেলা থেকেই তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা হলেন বাবা মুকেশ আম্বানি ও মা নীতা। তাঁরাই মূলবোধের বীজ তাঁর মধ্যে বপন করেছেন।
‘ছোট থেকে বাবা আমাদের তিন ভাই-বোনকে অনেক বিষয়ে শিক্ষা দিয়েছেন। তিনি সব সময় বলেন, পোস্টমর্টেম করার দরকার নেই। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।’ সাক্ষাৎকারে বলেছেন মুকেশ পুত্র।
প্রসঙ্গত, টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় নিজেকে গণেশের প্রবল ভক্ত বলে উল্লেখ করেছেন অনন্ত। তাঁর কথায়, ‘ইশা, আকাশ আর আমাকে একটা বিষয় নিয়ে বারবার সতর্ক করেছেন বাবা। সেবাকে ব্যবসার সঙ্গে মেশাতে বারণ করেন তিনি। এটা কখনই উচিত নয়। কোন কাজ করার আগে মানুষের কী ভাবে উপকার হয়, সেদিকটা সবার আগে দেখতে হবে।’
এর পরই তাঁর জীবনে মা নীতা আম্বানির প্রভাব যে কতখানি, তা বুঝিয়ে দিয়েছেন অনন্ত আম্বানি। ‘মা কিন্তু সেবাকে ধর্ম বলে মনে করেন। এর থেকে কখনই পিছিয়ে আসেন না তিনি। মা-কে প্রতিটা নবরাত্রিতে উপবাস করতে দেখেছি। ঈশ্বরের প্রতি তাঁর অগাধ বিশ্বাস রয়েছে।’ প্রি ওয়েডিংয়ের অনুষ্ঠানের মধ্য়েই বলেছেন অনন্ত।
মুকেশ পুত্রর দাবি, আম্বানি পরিবারের সকলেই ঈশ্বর বিশ্বাসী। যার মধ্য় রয়েছে স্বয়ং রিলায়েন্স কর্তা। এছাড়াই দাদা আকাশ আম্বানি, বোন ইশা ও তাঁর দাদু-দিদাও ঠাকুর ভক্ত বলে জানিয়েছেন তিনি।
‘আমাদের পরিবারের ঈশ্বরের প্রতি অগাধ ভরসা রয়েছে বলেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মাটিতে পা রেখে ব্যবসা করেছে। এটা আমাদের পারিবারিক শিক্ষা।’ সাক্ষাৎকারে বলেছেন মুকেশ পুত্র।
অনন্ত আরও জানিয়েছেন, ছোটবেলায় তিনি বিয়ের কথা ভাবেননি। কারণ, মেদবহুল শরীরের জন্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। কিন্তু রাধিকা মার্চেন্ট তাঁর জীবনে আসার পর সব কিছু বদলে গিয়েছে।
‘একটা সময় আমি শুধুই পোষ্যদের নিয়ে থাকতাম। রাধিকাও পশু-পাখি ভালোবাসে। চিকিৎসকরা তো আমার স্বাস্থ্যের ব্যাপারে হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ও (রাধিকা) আমাকে ক্রমাগত সাহস জুগিয়ে গিয়েছে। আমি ভাগ্যবান যে আমি রাধিকাকে পেয়েছি।’ প্রি ওয়েডিংয়ের অনুষ্ঠানে বলেন অনন্ত আম্বানি।
নেট দুনিয়া কাঁপাচ্ছে এই ওয়েব সিরিজগুলো, পরিবারের সামনে ভুলেও দেখবেন না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।