স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ড্রয়ে মীমাংসা হয় আইপিএলের চলমান ১২তম আসরের ৪৯তম ম্যাচ। আর এর ফলেই চলমান আইপিএল আসরে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হলো বিরাট কোহলিদের।
মঙ্গলবার বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়ে যায় বিরাট কোহলির নেতৃত্বাধীন বেঙ্গালুরু। ইনিংসের দ্বিতীয় ওভারে স্রেয়াশ গোপালের বলে পরপর ক্যাচ তুলে দেন বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স ও মার্কু স্টইনিস।
স্রেয়াশ গোপালের লেগ স্পিনে কাবু হয়ে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৫ ওভারে শেষ পর্যন্ত সাত উইকেট ৬২ রান করে বেঙ্গালুরু। মাত্র এক ওভারে ১২ রানে হ্যাটট্রিকসহ তিন উইকেট শিকার করেন গোপাল।
৩০ বলে ৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ফের বৃষ্টির মুখে পড়ে রাজস্থান রয়েলস। দলীয় ৩.২ ওভারে ৪১/১ রানে থেমে যায় রাজস্থান। এরপর আর খেলা না হওয়ায় ম্যাচ ড্রয়ে মীমাংসা হয়।
১৩ ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া কোহলিদের বিদায় নিশ্চিত হলো। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে রয়েছে রাজস্থান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।