জুমবাংলা ডেস্ক: সারা দেশের মানুষ যখন ডেঙ্গু আতঙ্কে দিন কাটাচ্ছেন ঠিক তখনই সপরিবারে মালয়েশিয়া সফরে গেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ নিয়ে সমালোচনার ঝড়ের মধ্যে সফর সংক্ষিপ্ত করে আজ রাতেই দেশে ফিরছেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম মন্ত্রীর দেশে ফেরার তথ্য নিশ্চিত করে বলেন, মন্ত্রী আজ রাতে দেশে ফিরে বৃহস্পতিবার দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিং করবেন। সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ জানাতেই মন্ত্রীর এ সংবাদ ব্রিফিং।
জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মন্ত্রী সরকারি কোনো কাজে মালয়েশিয়া সফরে যাননি।
সারাদেশে ব্যাপকভাবে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ার পরিস্থিতির কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে সরকার। এরই মাঝে ব্যক্তিগত সফরে বিদেশ যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার মধ্যে পড়েন স্বাস্থ্যমন্ত্রী।
এই আলোচনা-সমালোচনার মধ্যে বিদেশ সফর সংক্ষিপ্ত করে স্বাস্থ্যমন্ত্রীর দেশে ফেরার খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ২৮ জুলাই স্বাস্থ্যমন্ত্রী সপরিবারে মালয়েশিয়ায় যান। টিকিট অনুযায়ী আগামী ৪ আগস্ট তাঁর দেশে ফেরার কথা ছিল।
গত ২৫ জুলাই ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত ‘ডেঙ্গু চেঞ্জিং ট্রেন্ডস অ্যান্ড ম্যানেজমেন্ট’ আপডেট শীর্ষক এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ‘বর্তমানে ডেঙ্গু (এডিস) মশা অনেক হেলদি। তাদের প্রজনন ক্ষমতাও বেশি। রোহিঙ্গাদের মতোই তাদের প্রজনন ক্ষমতা।’ তার এমন মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।