বিনোদন ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের কেনাকাটা শুরু করেছেন ক্রেতারা। কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। স্বাভাবিকভাবেই এ কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
এমন কৃত্রিম সংকট তৈরি করায় এবার ব্যবসায়ীদের একহাত নিলেন ঢাকাই চিত্রনায়ক ওমর সানী। সঙ্গে দিলেন এক মহৎ সমাধান।
রোববার দুপুরে এক ফেসবুক পোস্টে ব্যবসায়ীদের ওপর ক্ষোভ প্রকাশ করে ওমর সানী লেখেন, ‘হঠাৎ করে সয়াবিন তেল উধাও। এখনও আপনাদের হারামিপনা কমেনি।’
এক মহৎ সমাধান দিয়ে ওমর সানী লেখেন, ‘এ সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নেই।’
ব্যবসায়ীদের উদ্দেশে ওমর সানী আরও লেখেন, ‘এগুলি করবেন না, দেখবেন কয়দিন পরে লিভার নাই, কিডনি নাই, ক্যান্সার, বউ নাই, বাচ্চা নাই।’
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ ধরেই বাজারে দেখা যাচ্ছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। বিশেষ করে পাঁচ লিটারের বোতল পাওয়া যাচ্ছে না- এমনই অভিযোগ। এর সুযোগে খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। তাই এমন অসাধু ব্যবসায়ীদের ওপর চটলেন ওমর সানী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।