জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। রোববার (৯ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপনের অনুযায়ী, আগামী বছরে সরকারি কর্মচারীরা মোট ২৮ দিন ছুটি পাবেন—যার মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ১৪ দিন।

প্রজ্ঞাপন অনুযায়ী, জানুয়ারি, এপ্রিল, জুন, জুলাই এবং নভেম্বর মাসে সরকারি কর্মচারীদের সাধারণ ছুটি নেই। অন্য মাসগুলোতে ছুটি থাকবে—ফেব্রুয়ারি ১ দিন, মার্চ ৩ দিন, মে ২ দিন, আগস্ট ২ দিন, সেপ্টেম্বর ও অক্টোবর ১ দিন এবং ডিসেম্বর ১ দিন।
এছাড়া নির্বাহী আদেশে ছুটির তালিকা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে একদিন। মার্চে একদিন এবং ১৯-২০ মার্চ ও ২২-২৩ মার্চ—ঈদুল ফিতরের আগে ও পরে দুদিন করে ছুটি। এপ্রিলে একদিন। ২৬-২৭ মে ও ২৯-৩১ মে—ঈদুল আজহার আগে দুদিন ও পরে তিনদিন ছুটি। জুনে একদিন ও অক্টোবরে একদিন।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আগামী বছর মোট ২৮ দিন ছুটি থাকবে—সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। এর মধ্যে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার পড়েছে ১১টি ছুটি। অর্থাৎ সরকারি চাকরিজীবীরা এ-সংক্রান্ত মোট ছুটি পাবেন ১৭ দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



