স্পোর্টস ডেস্ক : কাল থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলেই জয়পুর পৌঁছেছেন কেইন উইলিয়ামসনবাহিনী। তবে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেই কেন উইলিয়ামসন। টেস্ট সিরিজকে ফোকাস করতেই ২০ ওভারের সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন কিউই অধিনায়ক। এদিকে টি-টোয়েন্টি সিরিজে খেললেও টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন ট্রেন্ট বোল্টও।
টানা ম্যাচ খেলার ক্লান্তি থেকে রেহাই পেতেই টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন উইলিয়ামসন। তাঁর পরিবর্তে ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন টিম সাউদি। কাল জয়পুরে (Jaipur) সিরিজের প্রথম টি-টোয়েন্টি। শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। আর রবিবার ফাইনাল হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে উইলিয়ামসনের বিশ্রামের খবরটি দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী বুধবার, শুক্রবার ও রোববার সন্ধ্যায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না উইলিয়ামসন। যদিও টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য ইতোমধ্যে জয়পুরে অনুশীলন করেছেন তিনি।’
কদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ খেলার পর সরাসরি ভারত সফরে এসেছে নিউজিল্যান্ড। সোমবার জয়পুরে পা রেখেছে দলটি। আগামী ১৭, ১৯ ও ২১ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই সিরিজের দলে উইলিয়ামনকে রাখা হলেও এখন তিনি খেলবেন না।
আগামী ২৫ নভেম্বর কানপুরে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। ৩ ডিসেম্বর ফিরতি টেস্ট মাঠে গড়াবে মুম্বাইতে। দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। গেল জুনে ভারতকে আট উইকেটে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টোড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, অ্যাডাম মিল্নে, ডারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সিফার্ট, ইশ সোধি ও টিম সাউদি (অধিনায়ক)।
নিউজিল্যান্ড টেস্ট দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কাইল জেমিসন, টম লাথাম, আজাম প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবিন্দ্র, মিচেল স্যান্টনার, উইল সমারভিলে, টিম সাউদি, টস টেলর, নিল ওয়াগরার, উইল ইয়ং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।