স্পোর্টস ডেস্ক : শতভাগ ফিট নন এই ‘অজুহাতে’ ম্যানচেস্টার সিটির (Manchester City)বিপক্ষে সম্মানের লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে (Cristiano Ronaldo) খেলাননি ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)কোচ রাফ র্যাঙনিক। পরের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ যুবরাজ রোনালদো। দলকে জয় এনে দিয়েছেন ৩-২ ব্যবধানে।
![হ্যাটট্রিক করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2022/03/sdzw.jpg?resize=788%2C443&ssl=1)
ম্যাচের ১২ মিনিটে বক্সের মুখ থেকে সোজাসুজি দুর্দান্ত এক শট নিয়ে গোল করেন সিআরসেভেন। তার ওই জোরালো শটে লিড নেয় রেড ডেভিলরা। হ্যারি কেন ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। পুরনো ঘরে ফেরা রোনালদো ৩৮ মিনিটে আবার গোল করেন।
দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে আত্মঘাতী গোল করে হ্যারি মাগুইরে দলের লিডের স্বস্তি শেষ কর দেন। এরপর ৮১ মিনিটে দারুণ এক হেডে গোল করে দলকে ম্যাচ জেতান রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ঘুরে ওল্ড ট্রাফোর্ডে ফিরে আসা নাম্বার সেভেন।
তার ওই হ্যাটট্রিকে হয়েছে দুর্দান্ত এক রেকর্ড। রোনালদো ফিফা স্বীকৃত প্রতিযোগিতায় ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ভেঙেছেন জোসেন বিকানের ৮০৫ গোল করার রেকর্ড। সিআরসেভেনের গোল এখন ৮০৭টি। তালিকায় পরের দুই নাম পেলে (৭৬৫) ও মেসি (৭৪৯)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।