স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপ্পের প্রতিটা বছর যেন কাটছে স্বপ্নের মতো। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ জিতেছিলেন তিনি, গত বছর জিতেছেন উয়েফা নেশন্স লিগের শিরোপাও। এরপর পিএসজির সঙ্গে চুক্তি করেছেন ‘চড়া মূল্যে’। সেই এমবাপ্পে এবার হলেন ২০২২ সালের সর্বোচ্চ বেতনধারী ফুটবলার।
শুক্রবার (৭ অক্টোবর) শীর্ষ বেতনধারী ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস। এই তালিকায় ১২৮ মিলিয়ন মার্কিন ডলার বেতন নিয়ে সবার শীর্ষে রয়েছেন এমবাপ্পে। লিওনেল মেসির কাছ থেকে সেরার এই জায়গা দখল করেছেন ফরাসি সেনসেশন। মেসি নেমে গেছেন একধাপ নিচে।
দুই নম্বরে থাকা লিওনেল মেসির বেতন ১২০ মিলিয়ন মার্কিন ডলার। ৩৫ বছর বয়সী এ তারকার গত বছরটা ভালো না কাটলেও এবার ফর্মে ফিরেছেন। এ মৌসুমে এখন পর্যন্ত ক্লাবের হয়ে ১৩ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। যেখানে গত মৌসুমে ৩৪ ম্যাচে সর্বসাকুল্যে করেছিলেন ১১ গোল।
তিন নম্বরে কে আছেন, অনুমান করতে পারেন? সমস্যা নেই, বলে দিচ্ছি। ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্লাটফর্মগুলো থেকে তার আয় ঈর্ষণীয়। শীর্ষ দশে থাকাদের মধ্যে রোনালদোই একমাত্র খেলোয়াড়, যার মাঠসংশ্লিষ্ট কাজের আয়ের চেয়ে মাঠের বাইরের কাজ থেকে আয় বেশি। অনফিল্ড বিবেচনায় তিনি পান ৪০ মিলিয়ন মার্কিন ডলার, মাঠের বাইরের কাজ থেকে আসে ৬০ মিলিয়ন মার্কিন ডলার।
ফোর্বসের হিসাবমতে চার নম্বরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তার বেতন ৮৭ মিলিয়ন মার্কিন ডলার। সেরা পাঁচের অন্য জন হলেন মোহামেদ সালাহ, ৫৩ মিলিয়ন মার্কিন ডলার বেতন তার। সেরা দশের অন্য স্থানগুলোতে থাকা হল্যান্ডের ৩৯, রবার্ট লেওয়ান্ডোভস্কির ৩৫, এডেন হ্যাজার্ডের ৩১, আন্দ্রেস ইনিয়েস্তার ৩০ ও কেভিন ডি ব্রুইনের বেতন ২৯ মিলিয়ন মার্কিন ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।