জুমবাংলা ডেস্ক : ট্রেনের এক টিকিট দুই যাত্রীর কাছে বিক্রির অভিযোগে রেলওয়ের অনলাইন টিকিট বিক্রয় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকমকে করা ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) সহজ লিমিটেডের করা রিটের শুনানি নিয়ে বিচরপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার গণমাধ্যমকে আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজীব-উল আলম ও কাজী এরশাদুল আলম।রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
বুধবার (৩১ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযোগকারী এবং সহজের প্রতিনিধিদের উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। পরে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা করে ভোক্তা-অধিকার।
জানা গেছে, অভিযোগকারী বিশ্বজিত সাহা অনলাইনের মাধ্যমে সহজ থেকে ট্রেনের টিকিট কিনেছিলেন, কিন্তু সেটি আরেকজন ক্রেতার কাছেও বিক্রি করে সংস্থাটি। এ বিষয়ে বিশ্বজিত ভোক্তা-অধিকারে অভিযোগ করলে সেটি প্রমাণ হওয়ায় সহজকে এ জরিমানার আদেশ দেয় সংস্থাটি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি অনলাইনে রেলের টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হয়। রনির অভিযোগ প্রমাণিত হওয়ায় সহজকে ২ লাখ টাকা জরিমানা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। পরে উচ্চ আদালত এ জরিমানা স্থগিত করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।