স্পোর্টস ডেস্ক: মাঠে কিংবা মাঠের বাইরে সাকিব ইস্যুতে প্রতিবারই আলোচনায় থাকতে পছন্দ করেন উম্মে আল হাসান শিশির। এ যেন রীতিমত রুটিন হয়ে দাঁড়িয়েছে এখন। সাকিবকে নিয়ে যত আলোচনা হয়, তার শেষটা হয় শিশিরকে দিয়ে। এবারও হয়েছে তেমনটা। সাকিবের আইপিএলের দল না পাওয়া ইস্যুতে মুখ খুলেছেন তার স্ত্রী।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলামে প্রথমবারের মতো দল পাননি সাকিব আল হাসান। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে দুই নম্বরে থাকলেও তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। এবারের আসরে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হলেও সাকিবের নাম দুইবার নিলামে তোলা হলেও বিন্দুমাত্র আগ্রহ ছিল না কারও।
এ নিয়ে আলোচনা যেমন হচ্ছে, সমালোচনাও হচ্ছে। শিশির যেমনটা বললেন, সাকিবের সঙ্গে বেশ কয়েকটি দল যোগাযোগ করলেও আসন্ন শ্রীলঙ্কা সিরিজের কথা মাথায় রেখেই আইপিএল খেলতে আগ্রহ দেখাননি।
সাকিবের দল না পাওয়া ইস্যুতে শিশির তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন, ‘আপনারা উত্তেজিত হওয়ার আগে বেশ কিছু দল তার সঙ্গে যোগাযোগ করেছিল, সে পুরো মৌসুম খেলতে পারবে কি না। কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে তিনি পুরো মৌসুম খেলতে পারবেন না। এ কারণেই সে দল পায়নি। তবে এটা বড় ব্যাপার নয়। এটাই শেষ নয়, পরের বছর পড়ে আছে। আইপিএলে খেলতে হলে সাকিবকে শ্রীলঙ্কা সিরিজ বাদ দিতে হতো। তখনো কী একই কথা বলতেন, নাকি সাকিবকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতেন। আপনাদের উত্তেজনায় জল ঢেলে দেওয়ার জন্য দুঃখিত।’
নিলামে অলরাউন্ডার ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে, ২০১৮ ও ২০১৯ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ এবং সবশেষ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা অভিজ্ঞ সাকিবকে নিলামে তোলা হলে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে সঞ্চালক হতাশা নিয়ে আনসোল্ড ঘোষণা করেন।
৯ আসরে সাকিব ব্যাট হাতে ৭১ ম্যাচে করেছেন ৭৯৩ রান, রয়েছে দুটি ফিফটি। ওভার প্রতি ৭.৪৩ ইকনোমিতে রান দিয়ে নেন ৬৩টি উইকেটও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।