Advertisement
মন জয় আনন্দের না হয়ে পারে! তাই তো বাংলাদেশের প্রত্যেকটি মানুষ খুবই খুশি, খুব বেশি আনন্দিত। টানা তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে টাইগারদের সংগ্রহ বেশি ছিল না কিন্তু মাঠে নামার সময়েই অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছিলেন, যাই হয়ে যাক টাইগারদের বুক চিতিয়ে লড়ে যেতে হবে।
আগে ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করে ৯ উইকেটে ১২৭ রান। সংগ্রহটা খুব বড় না হলেও অস্ট্রেলিয়া দল যে গত দুই ম্যাচে সে পর্যন্তও যেতে পারেনি- এটা ছিল টাইগারদের বাড়তি আত্মবিশ্বাসের জায়গা। ম্যাচ জিতে দলের সবার লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ সময়ে ছেলেরা বুক চিতিয়ে লড়েছে। আজ আমাদের ছেলেরা যেভাবে লড়াই করেছে তা অসাধারণ। আমি খুবই খুশি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



