সাতক্ষীরায় সড়কে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

জুমবাংলা ডেস্ক: সাতক্ষীরার বাইপাস সড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনায় আরও এক পথচারী আহত হয়েছেন। খবর ইউএনবি’র।

সাতক্ষীরা

নিহত হযরত আলী (৪৫) সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের জবেদ আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাইপাস সড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হযরত আলী নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক পথচারীও আহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।

আহত নজরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *